বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত থেকে বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক ট্রেন পরিষেবা শুরু হয়েছে। এমনিতেই কয়েকবছর যাবৎ ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল হচ্ছে। যদিও, করোনার মত মহামারীর জেরে স্তব্ধ হয়ে যায় সেই পরিষেবা। তবে, সংক্রমণের প্রকোপ কমে যাওয়ায় বহুদিন পর ফের সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল চালু হয়েছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল হচ্ছে। এছাড়াও, নেপালের সঙ্গেও সম্প্রতি ফের চালু হয়েছে রেল চলাচল। সেই রেশ বজায় রেখে এবার ট্রেনে চেপেই ভারত থেকে সরাসরি ভুটান পৌঁছে যাওয়ার প্রস্তুতি শুরু হল। জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারত-ভুটান রেল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।
মূলত, অসমের কোকড়াঝাড় থেকে শুরু হয়ে এই রেল লাইন পৌঁছে যাবে ভুটানের গেলেফু পর্যন্ত। প্রকল্পিত এই রেল লাইনের মোট দৈর্ঘ্য হবে ৫৭.৫ কিলোমিটার। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ভারত-ভুটান রেল লাইন সম্প্রসারণের চুক্তিটি অনেকদিন পুরোনো। ২০০৫ সালে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের মধ্যে। এই চুক্তিতে মোট পাঁচটি রুটে ভারত-ভুটান ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়।
যদিও, এই চুক্তির পর বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও একটি রুটেও ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। তবে, সম্প্রতি কোকড়াঝাড় থেকে গেলেফু পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হতে চলেছে। জানা গিয়েছে, এই রেল লাইন সমতল ও পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাবে। মূলত, ভারতের অংশে রেললাইনটি সমতলে পাতা হবে। তারপর সীমান্ত পার করে ভুটানের দিকে এই রেল লাইন পাহাড়ি এলাকা দিয়ে যাবে।
সমগ্ৰ পথেই ব্রডগেজ রেল লাইন সম্প্রসারিত হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, এই কাজ শুরু করার আগে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলকে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।