বাংলা হান্ট ডেস্ক: গত ডিসেম্বরে দেশের অন্যতম বৃহৎ তিনটি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone-Idea তাদের প্রি-পেইড প্ল্যানগুলির দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রাহকমহল। এদিকে, ক্রমশ বাড়তে থাকা এই দামের কারণে স্বাভাবিকভাবেই তুলনামূলক সাশ্রয়ী BSNL-এর দিকেই ঝুঁকতে থাকেন গ্রাহকেরা।
পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে, BSNL ওই সময়ের মধ্যেই প্রায় ১.১ মিলিয়ন অর্থাৎ ১১ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করতে পেরেছে। তবে, এবার গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর আনতে চলেছে BSNL। জানা গিয়েছে যে, স্বাধীনতা দিবসেই দেশে 4G পরিষেবা শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL।
এই পরিষেবা চালু করতে প্রযুক্তিগত দিক থেকে এই টেলিকম সংস্থাটিকে সাহায্য করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS। এদিকে, এর মাধ্যমেই টেলিকম সরঞ্জাম উৎপাদনের ব্যবসাতেও পদার্পণ করতে চলেছে TCS। জানা গিয়েছে যে, এই মুহূর্তে 4G ট্রায়ালের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স এবং TCS-এর সঙ্গে কাজ করছে BSNL।
তবে, ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যেই এই 4G ট্রায়াল সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তা আদৌ শেষ হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য মেলেনি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি বিদেশি সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলিকে দিয়ে নিজেদের 4G নেটওয়ার্ক তৈরির পথে হাঁটত।
কিন্তু, BSNL দেশের সংস্থার সাহায্যেই তৈরি করছে 4G নেটওয়ার্ক। এদিকে, এর ফলে পরবর্তীতে BSNL-এর 5G নেটওয়ার্ক তৈরি করতেও অনেক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এই প্রসঙ্গে BSNL-এর কনজিউমার মোবিলিটি দফতরের ডিরেক্টর সুশীল কুমার মিশ্র জানিয়েছেন যে, স্মার্ট টাওয়ারের পরিবর্তে মোনোপোল বসিয়ে দেশের বিভিন্ন প্রান্তে BSNL-এর 4G পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, স্মার্ট টাওয়ারের থেকে মোনোপোল টাওয়ারের খরচা যেমন এক দিকে অনেকটাই কম, ঠিক তেমনই এই ধরনের পোল নেটওয়ার্কও খুব ভাল দিতে পারে। ১৫ অগাস্ট, ২০২২ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতে BSNL-এর 4G পরিষেবা চালু হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়াও, সুশীল কুমার মিশ্র বলেছেন, টেলিকম বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব BSNL-এর 4G নেটওয়ার্ক লঞ্চের দিনক্ষণ সম্পর্কে এমনই মতামত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, চলতি বছরের এপ্রিলের মধ্যেই 4G সরঞ্জাম তৈরি করে ফেলা হবে এবং অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ এই 4G নেটওয়ার্ক চালু হয়ে যাবে।
এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে যে, BSNL এই মুহূর্তে দেশে ১ লক্ষ টেলিকম টাওয়ার বসানোর পরিকল্পনা করেছে। তার মধ্যে কেবল মাত্র বিহারেই ৪০০০ টি টাওয়ার বসতে চলেছে। পাশাপাশি, মুম্বই এবং দিল্লির বাসিন্দারাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপাতত এই কাজের বাস্তবায়নের জন্য BSNL এবং TCS-এর কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন।