বাংলা হান্ট ডেস্ক: পরিস্থিতি যেরকমই হোক না কেন চিন (China) তার একের পর এক কূটনৈতিক কারসাজি চালিয়ে যাচ্ছে। তবে, এবার সমুদ্রে কারসাজি দেখাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল জিনপিংয়ের দেশ। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে জানা গেছে যে, দক্ষিণ চিন সাগরে চিনের এহেন কর্মকান্ড ধরা পড়েছে। এমতাবস্থায়, পশ্চিমী দেশগুলি চিনের যথেষ্ট সমালোচনাও করছে। যদিও এই ঘটনার পরই পিছিয়ে এসেছে চিন। এদিকে, এই ছবি ফাঁস হওয়ার পর চিন সাফাইও দিয়েছে। ফিলিপিন্সের চিনা দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে, তাদের দেশ দক্ষিণ চিন সাগরে কিছু নির্মাণকাজ করছে।
স্যাটেলাইটের ছবি থেকেই ধরা পড়ে যায় চিন: এই প্রসঙ্গে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, দক্ষিণ চিন সাগরের নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে। যেটিতে এলদাদ রিডের কাছে নতুন নির্মাণকার্যের বিষয়টি দেখা গিয়েছে। এই ল্যান্ড ফিচারটি আগে ছিল না। এমতাবস্থায় পশ্চিমী দেশগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই নতুন নির্মাণকাজ চিন করেছে এবং এলাকাটি নিজেদের বলে দাবিও করছে তারা।
ব্যাকফুটে এসেছে চিন: যদিও, চিন এলদাদ রিডের কাছে এই নতুন নির্মাণের কথা অস্বীকার করেছে। বরং চিন জানিয়েছে, তারা দক্ষিণ চিন সাগরে কোনো নির্মাণকাজ করেনি। পাশাপাশি, তাদের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে, এই ধরণের খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ চিন সাগর অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করেছে তারা।
দক্ষিণ চিন সাগরে রয়েছে চিনের দাবি: প্রসঙ্গত উল্লেখ্য যে, চিন দীর্ঘদিন ধরে দক্ষিণ চিন সাগর ও তার দ্বীপগুলির ওপর দাবি করে আসছে। এ নিয়ে দক্ষিণ চিন সাগরের অঞ্চলে স্থিত দেশগুলোর সঙ্গেও বিরোধ রয়েছে তাদের। মূলত, চিন ওই সাগরে একচেটিয়া দখল রাখতে চায়। এছাড়া, তারা মুক্ত বাণিজ্যেরও বিরোধী। আর সেই কারণেই ভারত-আমেরিকা সহ একাধিক দেশ চিনের বিরোধিতা করে আসছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিনের আয়তন ভারতের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি এবং তার আশেপাশের প্রায় সব দেশের সঙ্গেই সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং-এ চিনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। যার যোগ্য জবাব দিয়েছে ভারত।