বাংলাহান্ট ডেস্কঃ এবার আকাশে উড়বে গাড়িও, যাতে সফর করতে পারবেন আপনিও। অবাক হচ্ছেন! ভারতের, মাটিতে এমন গাড়ি তৈরির অনুমতি দিচ্ছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। দ্রুতগতিতে কাজও শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে।
এবার এই তালিকায় ভারতের বিনাটা অ্যারোমোবিলিটি কোম্পানির নামও জুড়ে গেছে। চেন্নাই-ভিত্তিক স্টার্টআপ কোম্পানি এই গাড়ি বানাতেও শুরু করে দিয়েছেন।
সোমবার এই বিষয়ে আলোচনা হয়েছে। চেন্নাই-ভিত্তিক স্টার্টআপ কোম্পানি এই গাড়ির মডেল দেখিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। এই প্রথম ভারতে এমন গাড়ির মডেল তৈরি করা হয়েছে।
Delighted to have been introduced to the concept model of the soon-to-become Asia’s First Hybrid flying car by the young team of VINATA AeroMobility: Civil Aviation Minister Jyotiraditya Scindia (1/2) pic.twitter.com/Jqtz9gbikk
— ANI (@ANI) September 20, 2021
এবিষয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ‘বিনাতা এরোমোবিলিটির একটি তরুণ দলের সঙ্গে দেখা করে এই উড়ন্ত গাড়ির বিষয়ে খোঁজখবর নেন। এশিয়ার প্রথম হাইব্রিড ফ্লাইং গাড়িটির ভালোভাবে পর্যালোচনা করা হয়েছে। আর এটি সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেলে, মানুষ এবং পণ্য পরিবহনে কাজে লাগানো যাবে। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে এমারজেন্সি পরিস্থিতিতেও এই গাড়ি ব্যবহার করা যাবে’।
এই গাড়িতে ২ জন যাত্রী সফর করতে পারবেন। দুটি ইঞ্জিন থাকছে এই গাড়িতে। পেট্রল বা ডিজেল ইঞ্জিনের সঙ্গে বৈদ্যুতিক মোটরও থাকছে। মেড ইন ইন্ডিয়ার পদ্ধতিতে এই উড়ন্ত গাড়ি বিদ্যুতের পাশাপাশি জৈব জ্বালানিতেও চালানো যাবে এই গাড়ি।