নতুন রেকর্ড! এবার বিল গেটসকে কড়া টক্কর দিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি প্রতিদিনই তাঁর সম্পদের পরিমান উল্লেখযোগ্য হারে বাড়াচ্ছেন। মূলত, আদানি গ্রুপের শেয়ার ক্রমাগত বৃদ্ধির কারণে গৌতম আদানির সম্পদও খুব দ্রুতহারে বাড়ছে। শুধু তাই নয়, বর্তমানে আদানি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তকমাও পেয়ে গিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমান এখন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সমান হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, আদানি এবং বিল গেটস উভয়েরই নেট সম্পদের মূল্য ১২৫ বিলিয়ন ডলার। যদিও, ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, গৌতম আদানি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন। এই তালিকায় বিল গেটসের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। এখানে তাঁর মোট সম্পদের পরিমান বলা হয়েছে আনুমানিক ১২,১৭০ কোটি ডলার। অপরদিকে, বিল গেটসের মোট সম্পদের মূল্য আনুমানিক ১৩,২৩০ কোটি ডলার।

যদিও, মাত্র একদিনেই গৌতম আদানির সম্পদ বেড়েছে ৬.৩ বিলিয়ন ডলার। পাশাপাশি, শুধুমাত্র ২০২২ সালে, আদানির সম্পদ বেড়েছে ৪৮.৩ বিলিয়ন ডলার। এছাড়াও, ২০২১ সালের শেষে, গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৬.৭ বিলিয়ন ডলার। বর্তমানে আদানি গ্রুপ, আদানি পাওয়ার এবং আদানি উইলমারের শেয়ারে ক্রমাগত আপার সার্কিট দেখা যাচ্ছে।

IMG 20210521 143708 1

এমতাবস্থায়, ইলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ড এবং বিল গেটস এই তালিকার শীর্ষে রয়েছেন। যদিও, বাকিদের মোট সম্পদের পরিমান হ্রাস পাচ্ছে, অর্থাৎ তাঁরা রেড জোনে রয়েছেন। কিন্তু, আদানি স্থির বৃদ্ধির সাথে গ্রিন জোনে রয়েছেন। এই পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা মনে করছেন যে, গৌতম আদানির সম্পদ এই গতিতে বাড়তে থাকলে শীঘ্রই তিনি হয়ে উঠবেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর