বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে বিশ্বের একের পর এক বৃহত্তম টেক সংস্থাগুলি নির্বিচারে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সেই তালিকায় রয়েছে ইলন মাস্ক (Elon Musk)-এর টুইটার (Twitter) থেকে শুরু করে মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)-এর সংস্থা মেটা (Meta)-ও। এদিকে, ইতিমধ্যেই এহেন সিদ্ধান্তের জেরে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওই সংস্থাগুলিকে। তবে, এবার সেই রেশ বজায় রেখেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে গুগলের (Google) পেরেন্ট সংস্থা অ্যালফাবেট (Alphabet)-ও।
হ্যাঁ, শুনে অবাক হয়ে গেলেও প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এবার গুগলের এই পেরেন্ট সংস্থা অ্যালফাবেট মোট ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, কোম্পানিটি তার মোট ওয়ার্কফোর্সের ৬ শতাংশের মত কর্মী ছাঁটাই করতে পারে। এই প্রসঙ্গে একটি রিপোর্টে বলা হয়েছে যে, গুগল “New Ranking And Improvement Plan-এর অধীনে খারাপ পারফরম্যান্স সম্পন্ন কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে।
অর্থাৎ, নতুন এই পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আগামী বছরের শুরুতেই যে সমস্ত কর্মীর কর্মক্ষমতা ভালো নয় তাঁদের ছাঁটাই করে দেওয়া হবে। এছাড়াও জানা গিয়েছে, ম্যানেজাররা ওই কর্মীদের জন্য রেটিং ব্যবহার করতে পারেন। যাতে তাঁদের বোনাস এবং স্টক গ্র্যান্ট দিতে না হয়।
এমতাবস্থায়, এই নতুন ব্যবস্থার মাধ্যমে ৬ শতাংশ অর্থাৎ ১০ হাজার কর্মীকে আলাদা ক্যাটাগরিতে রাখতে বলা হয়েছে, যাঁদের কর্মক্ষমতা ভালো নেই। উল্লেখ্য যে, বর্তমানে প্রায় ১,৮৭০০০ কর্মী অ্যালফাবেটে কাজ করেন। এই প্রসঙ্গে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ফাইলিং অনুসারে জানানো হয়েছে, অ্যালফাবেটে কর্মরত একজন কর্মচারীর গড় বেতন হল ২,৯৫,৮৮৪ ডলার।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে, মার্কিন অর্থনীতিতে সঙ্কট ও মন্দার কারণে অ্যালফাবেটের মুনাফা ২৭ শতাংশ কমে ১৩.৯ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে আয় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯.১ বিলিয়ন ডলারে। এমতাবস্থায়, সম্প্রতি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেছিলেন যে তিনি অ্যালফাবেটকে ২০ শতাংশ আরও দক্ষ করে তুলবেন। এদিকে, এই বক্তব্যের মাধ্যমেই তিনি ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি, ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বরখাস্ত হওয়া কয়েকজনকে ইতিমধ্যেই কোম্পানিতে নতুন পদের জন্য আবেদন করতে ৬০ দিনের সময় দিয়েছে অ্যালফাবেট। এদিকে, গুগলও নতুন নিয়োগ বন্ধ করেছে বলেও জানা গিয়েছে।