এখনই হন সতর্ক! এবার কয়েক কোটি টাকার জরিমানার সম্মুখীন HDFC Life, কড়া অ্যাকশন IRDAI-র

বাংলা হান্ট ডেস্ক: বিমা নিয়ন্ত্রক IRDAI (Insurance Regulatory and Development Authority of India) এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IRDAI বিমা কোম্পানি HDFC Life-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। IRDAI সংস্থাটিকে ২ কোটি টাকা জরিমানা করেছে। মূলত, নিয়ম না মেনে চলায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই বিষয়টি শেয়ার বাজারকে জানিয়েছে কোম্পানিটি।

বড় জরিমানার সম্মুখীন HDFC Life:

IRDAI করেছে ইন্সপেকশন: HDFC Life একটি রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে যে, এই পদক্ষেপ নেওয়ার আগে IRDAI দ্বারা একটি অন সাইট ইন্সপেকশন করা হয়েছিল। মূলত, Insurance Regulatory and Development Authority of India ২০২০ সালের সেপ্টেম্বরে এই অন সাইট ইন্সপেকশন করে। যা ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ছিল। এরপর IRDAI এখন জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

   

This time HDFC Life is facing a fine of several crores of rupees.

পৃথক দু’টি মামলায় জরিমানা আরোপ করা হয়েছে: জানা গিয়েছে যে, দু’টি পৃথক মামলার পরিপ্রেক্ষিতে HDFC LIfe-কে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। প্রথম বিষয়টি পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার সাথে সম্পর্কিত। ওই কারণে HDFC লাইফকে ১ কোটি টাকা জরিমানা করেছে IRDAI। এর পাশাপাশি, বিভিন্ন পরিষেবার আউটসোর্সিং সংক্রান্ত অনিয়মের জন্য কোম্পানিকে পৃথকভাবে ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে। আর এইভাবে মোট জরিমানা করা হয়েছে ২ কোটি টাকা।

আরও পড়ুন: স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! লাফিয়ে কমবে রিচার্জের দাম

কোম্পানিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে: এদিকে, আর্থিক জরিমানা আরোপ করা ছাড়াও, IRDAI HDFC Life-কে বিভিন্ন নির্দেশ দিয়েছে। IRDAI-র তরফে ওই সংস্থাটিকে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ওই কোম্পানিকে প্রদত্ত নির্দেশাবলী সতর্কতার সাথে অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়াও, ওই কোম্পানিকে ত্রুটিগুলি চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করতেও বলা হয়েছে। IRDAI বলেছে যে HDFC লাইফকে নিয়ন্ত্রক মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বিনিয়োগকারীরা হয়েছেন মালামাল! এই ৩ মিউচুয়াল ফান্ড দিয়েছে দুর্দান্ত রিটার্ন, আপনিও কি করেছেন বিনিয়োগ?

গত বৃহস্পতিবার IRDAI পদক্ষেপ গ্রহণ করেছে: IRDAI গত ১ অগাস্ট এই জরিমানা আরোপ করার পাশাপাশি HDFC Life-কে বিভিন্ন নির্দেশ প্রদান করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে বিমা সেক্টরকে নিরীক্ষণ এবং এর যথাযথ বিকাশ নিশ্চিত করার জন্য IRDAI তৈরি করা হয়েছে। IRDAI-এর মূল উদ্দেশ্য হল বিমা শিল্পের বৃদ্ধি নিশ্চিত করার সাথে সাথে সমস্ত পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর