করোনায় মৃত বাবা, ভাই করেছেন আত্মহত্যা! এবার IPL-এ ৪.২ কোটি টাকা পেলেন এই বোলার

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এর নিলামে দিল্লি ক্যাপিটালস এমন একজন মারাত্মক বোলারকে দলে এনেছে যিনি যে কোনো মুহূর্তেই পাল্টে দিতে পারেন ম্যাচের ফলাফল। কিন্তু, দুর্ভাগ্যবশতভাবে গত বছরই তাঁর বাবা এবং ভাইকে হারিয়েছেন এই ক্রিকেটার।

২০২১-এর আইপিলের মঞ্চে তাঁকে স্বমহিমায় দেখা গেলেও চলতি বছরের নিলামে তাঁর দর একলাফে উঠেছে অনেকটাই। বর্তমান প্রতিবেদনে আমরা বলছি ভারতীয় ক্রিকেটার চেতন সাকারিয়ার কথা। আইপিএল ২০২২-এর মেগা নিলামে এই খেলোয়াড়কে ৪.২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

যদিও, গত বছরের আইপিএল নিলামের কয়েকদিন আগেই আত্মহত্যা করেন চেতনের ছোট ভাই রাহুল। এরপরে, ২০২১-এর আইপিএল চলাকালীন, মে মাসে চেতন সাকারিয়ার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। চেতন তখন রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন। রাজস্থান রয়্যালসও চেতন সাকারিয়ার বাবার চিকিৎসায় আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে এলেও বাঁচানো যায়নি তাঁকে।

Chetan Sakariya

জীবনের এক্কেবারে প্রথম থেকেই লড়াই করে খেলা চালিয়ে গেছেন চেতন। একটা সময়ে, পরিবারের সম্পূর্ণ দায়িত্ব চেতন সাকারিয়ার উপর এসে পড়েছিল। তারপরও ক্রিকেট খেলা বন্ধ করেননি তিনি। এমনকি, চেতনের কাছে প্রশিক্ষণের জন্য জুতোও ছিল না। যার ফলে সংসার এবং খেলা চালিয়ে যেতে ছোটখাটো চাকরি করতেন তিনি। কিন্তু ক্রিকেটের কারণে বড় কোনো চাকরি করতে পারেননি চেতন।

গত বছরের আইপিএলে চেতন সাকারিয়া মোট ১৪ টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি, তিনি তাঁর বলের জাদুতে আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, কেএল রাহুল এবং নীতিশ রানার মত তারকা ব্যাটসম্যানদের। যদিও, মহেন্দ্র সিং ধোনিকে আউট করাই চেতন সাকারিয়ার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর