বাংলাহান্ট ডেস্কঃ আয়ুর্বেদিক বিদ্যা (Ayurveda) বহু পুরোন চিকিৎসা বিদ্যা হলেও, এবার এর উপরেই ভরসা করছে ভারত (India) এবং আমেরিকা (America)। করোনা ভাইরাসের প্রতিষেধক প্রস্তুতির লক্ষ্যে যখন বিশ্বের তাবড় তাবড় বৈজ্ঞানিক এবং গবেষকরা নিয়োজিত রয়েছে, তখন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প আয়ুর্বেদ শাস্ত্রের উপর ভরসা করতে শুরু করেছে। শুরু হতে চলেছে ক্লিনিক্যাল ট্রায়াল।
ভারত আমেরিকার কিসের উপর ভরসা যোগাচ্ছে?
আমেরিকার রাজদূত তরোনজিৎ সিং সিন্ধু জানিয়েছেন, দুই দেশের মধ্যেকার সংযোগ ব্যবস্থা করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারত এবং আমেরিকাকে এক করে নিয়েছে। এই বিষয়ে সম্মিলিত ভাবে আয়ুর্বেদের উপর ভরসা যোগাচ্ছে দুই দেশ।
শুরু হতে চলেছে ক্লিনিক্যাল ট্রায়াল
ভারত এবং আমেরিকার বিজ্ঞান সংস্থা আয়ুর্বেদের ক্লিনিক্যাল ট্রায়াল চালু করার কোথাও ভাবছে। সেই সঙ্গে চলছে ইন্দো ইউএস সায়েন্স টেকনোলজি ফোরাম (Indo-US Science and Technology Forum) প্রথম থেকেই বিজ্ঞান এবং টেকনোলজির পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির উপরও ভরসা রাখছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য IUSSTF-এর আহ্বানে দুই পক্ষের বিজ্ঞানীরা একত্রে পরীক্ষা চালাচ্ছে।
উপকৃত হবে গোটা বিশ্ব
সমগ্র বিশ্ব জানে ভারতে অনেক সস্তায় ওষুধপথ্য প্রস্তুত করা হয়। সেই কারণে আমেরিকার তিনটি সংস্থা তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে। দুই দেশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধুমাত্র ভারত এবং আমেরিকাই নয়, সমগ্র বিশ্ব উপকৃত হবে। বিশ্ব থেকে দ্রুতই করোনা মুক্ত করা সম্ভব হবে।