এবার সমগ্র বিশ্বকে চমকে দিল ভারত! সফলভাবে সম্পন্ন হল দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা

বাংলা হান্ট ডেস্ক: সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য বর্তমানে সময়ে একের পর এক নজির গড়ছে ভারত (India)। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিবার ভারত সফলভাবে দূরপাল্লার হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে। এমতাবস্থায়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষাকে সামরিক শক্তির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, এই ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে।

বিশ্বকে চমকে দিল ভারত (India):

কি জানিয়েছেন রাজনাথ সিং: এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ওড়িশার ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপের উপকূলে একটি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত (India)। এটি একটি ঐতিহাসিক কৃতিত্ব এবং ভারত নিজেদের সেই কয়েকটি দেশের গোষ্ঠীতে নিজেকে অন্তর্ভুক্ত করেছে যাদের এই ধরণের গুরুত্বপূর্ণ এবং উন্নত সামরিক প্রযুক্তি রয়েছে।”

কি জানিয়েছে DRDO: এদিকে, এই প্রসঙ্গে ভারতের (India) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বলেছে যে, ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন রেঞ্জ সিস্টেম দ্বারা ট্র্যাক করা হয়েছে এবং ফ্লাইট ডেটা নিশ্চিত করেছে যে টার্মিনাল ম্যানুভার্স এবং টার্গেট এলাকায় উৎক্ষেপণ নির্ভুলতার সাথে সফল হয়েছে।

আরও পড়ুন: শুভমান না খেললে পার্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? এই প্লেয়ারের খুলতে পারে ভাগ্য

ক্ষেপণাস্ত্রটি দেশীয়ভাবে তৈরি: জানিয়ে রাখি যে, এই ক্ষেপণাস্ত্রটি DRDO-র পরীক্ষাগার এবং শিল্পের অংশীদারদের সহযোগিতায় হায়দ্রাবাদের ডঃ এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এমতাবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা সচিব এবং DRDO-র চেয়ারম্যান এই পরীক্ষায় সাফল্যের জন্য সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়েও জনগণের কাছে চাঁদা চাইছেন কমলা হ্যারিস! কারণ জানলে হয়ে যাবেন “থ”

হাইপারসনিক মিসাইল কি: প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উচ্চ বায়ুমণ্ডলে শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে সফর করে। সোজাভাবে বলতে গেলে এই মিসাইল প্রায় ৬,২০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সফর করতে পারে। এই ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর, তবে, হাইপারসনিক গ্লাইড যানের আকৃতি এটিকে লক্ষ্যের দিকে বা তারও দূরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা প্রদান করে। ওই গ্লাইড যান ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর