বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ইলেকট্রনিক চিপ তৈরির জন্য এবার বড় ধরণের প্রস্তুতি নিচ্ছে। যা আগামী দিনে সংশ্লিষ্ট শিল্প সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চিনকে টেক্কা দেবে ভারত (India):
এই প্রসঙ্গে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বৃহস্পতিবার জানিয়েছিলেন যে, ২০২৫ সালের প্রথম দিকে, স্থানীয়ভাবে তৈরি চিপগুলি প্রথমবারের মতো দেশে (India) তৈরি হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ভারত দ্রুত চিন এবং অন্যান্য উৎপাদন কেন্দ্রগুলির একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হবে।
এর পাশাপাশি সেমিকন্ডাক্টর উৎপাদনের পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে আমরা দারুণ সাফল্য পেয়েছি। আমরা ২০২২ সালের জানুয়ারিতে এটি ঘোষণা করেছিলাম এবং আজ আমাদের ৫ টি ইউনিট রয়েছে। ২০২৫-এর মাঝামাঝি মেড ইন ইন্ডিয়া চিপগুলি শিপিংয়ের জন্য প্রস্তুত হবে।” কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, ভারত (India) দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে।
আরও পড়ুন: KKR-এ “এন্ট্রি” নিয়েই বিধ্বংসী হয়ে উঠলেন রাহানে! অবলীলায় করে ফেললেন ৪৩২ রান
কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটাও জানিয়েছেন যে, “ভারত (India) ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে আমাদের দেশ সেই সমস্ত জিনিসগুলি রফতানি করেছে যেগুলি আগে আমদানি করা হত।” এমতাবস্থায়, তিনি আস্থা প্রকাশ করে জানিয়েছেন, ২০২৬-২৮ সালের মধ্যে দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
আরও পড়ুন: পাকিস্তানের পুড়ল কপাল! হাইব্রিড মডেলেই সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কোন দেশে ম্যাচ খেলবে ভারত?
তিনি আরও বলেন, “আমাদের নমিনাল গ্রোথের রেট প্রায় ১০ থেকে ১১ শতাংশ। এছাড়াও, জাপান এবং জার্মানির অর্থনীতি এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমার অনুমান ভারত (India) ২০২৭ বা ২০২৮ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। “