বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমেরিকা সফরের আগেই এবার সুখবর আসতে শুরু করেছে। মূলত, মোদীর আমেরিকা পৌঁছনোর আগেই এক বিলিয়ন ডলার মূল্যের একটি রিটার্ন গিফট পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই আমেরিকান চিপমেকার মাইক্রন টেকনোলজি এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। যা আগামী দিনে ২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
উল্লেখ্য যে, বর্তমানে চিন ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনার কারণে আমেরিকান কোম্পানিগুলি ভারতের প্রতি আস্থা দেখাতে শুরু করেছে। পাশাপাশি, আমেরিকা চায় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিশ্ব যেন চিনের ওপর নির্ভর না করে। এমন পরিস্থিতিতে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজারের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এই কারণে, ভারত সরকার ভারতীয় চিপ নির্মাতাদের ১০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণাও করেছে।
দুই বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে: ET-র রিপোর্ট অনুসারে নাম প্রকাশ না করার শর্তে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে আমেরিকা সফরের সাথে সাথে এই চুক্তি সম্পর্কে একটি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, এক বিলিয়ন ডলারের এই পরিমাণটি দুই বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলেও জানান তাঁরা। ইতিমধ্যেই চুক্তিটি চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।
এদিকে, এই চুক্তি মোদীর কাঙ্ক্ষিত “মেক ইন ইন্ডিয়া”-কে একটি বড় উৎসাহদান করবে। পাশাপাশি, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার নয়াদিল্লিতে জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে প্রযুক্তিগত বাণিজ্যের বাধা দূর করাই মোদীর এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী আগামী ২১ জুন আমেরিকা সফর শুরু করবেন। ঠিক তার পরেরদিন রাষ্ট্রপতি জো বাইডেন তাঁর জন্য একটি নৈশভোজের আয়োজন করেছেন। পাশাপাশি মার্কিন কংগ্রেসেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।