বড় খবর! এবার লিভারপুল কেনার দৌড়ে সামিল হলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ ধনকুবের হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পাশাপাশি, তিনি তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মকান্ডের জেরে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এমতাবস্থায়, তিনি ফের একবার উঠে এলেন খবরের শিরোনামে। জানা গিয়েছে, এবার জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুলকে (Liverpool) কিনে নেওয়ার দৌড়ে সামিল হয়েছেন আম্বানি।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই লিভারপুলের বর্তমান মালিক FSG (Fenway Sports Group) ক্লাবটিকে বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে মিরর অনুসারে জানা গিয়েছে যে, FSG ৪ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলকে বিক্রি করতে ইচ্ছুক। এমতাবস্থায়, বর্তমানে প্রায় ৯০ বিলিয়ন পাউন্ডের অধিকারী তথা ফোর্বস অনুযায়ী বিশ্বের অষ্টম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত মুকেশ আম্বানি ইতিমধ্যেই এই ক্লাব সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১০ সালে লিভারপুল ক্লাবের দায়িত্ব নেওয়া FSG, চলতি সপ্তাহের শুরুতেই ক্লাবটিকে বিক্রির জন্য ভালো “অফার”-এর খোঁজ করছিল। এদিকে, এহেন সিদ্ধান্ত রীতিমত অবাক করে দেয় সমগ্ৰ ফুটবল বিশ্বকে। এই প্রসঙ্গে FSG-র একটি বিবৃতিতে জানানো হয়েছে: “সম্প্রতি EPL ক্লাবগুলিতে একাধিক মালিকানার পরিবর্তন ঘটেছে এবং মালিকানার পরিবর্তন সংক্রান্ত গুজবও সামনে এসেছে। এমতাবস্থায়, লিভারপুলের মালিকানার বিষয়েও আমাদেরকে নিয়মিত জিজ্ঞাসা করা হয়।”

পাশাপাশি, আরও জানানো হয়েছে যে, “FSG প্রায়ই লিভারপুলে শেয়ারহোল্ডার হতে চাওয়ার প্রসঙ্গে তৃতীয় পক্ষের কাছ থেকে আগ্রহ পেয়েছে। FSG-এর আগে বলেছে যে সঠিক শর্তাবলীর অধীনে, আমরা নতুন শেয়ারহোল্ডারদের বিবেচনা করব, যদি সেটি লিভারপুল ক্লাবের ভালো স্বার্থে কাজে লাগে”।

Liverpool FC crest Main Stand

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মুকেশ আম্বানি যে এই প্রথমবারের মত লিভারপুলকে কেনার আগ্রহ দেখিয়েছেন এমন কিন্তু নয়। জানা গিয়েছিল যে, ২০১০ সালে সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়ের সাথে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিভারপুলের ৫১ শতাংশ শেয়ারের জন্য বিড করতে চেয়েছিল। যদিও, লিভারপুলের তৎকালীন চিফ একজিকিউটিভ ক্রিস্টেন পার্সলো এটিকে “গুজব” হিসেবে অভিহিত করে ঘটনাটিকে অস্বীকার করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর