এবার ১৯ হাজার ফুট উচ্চতাতেও চলবে ইন্টারনেট, কামাল করে দেখাল ভারতীয় সেনা

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী (Indian Army) গত ১৮ সেপ্টেম্বর বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে (Siachen Glacier) স্যাটেলাইট ব্রডব্যান্ড ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সক্রিয় করেছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর অন্যতম শাখা ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস একটি টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। পাশাপাশি, টুইটারে ছবি শেয়ার করে ভারতীয় সেনার উইং জানিয়েছে যে, সিয়াচেন হিমবাহে ১৯,০৬১ ফুট উচ্চতায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সক্রিয় করার কাজ শেষ হয়েছে।

এমতাবস্থায় জানিয়ে রাখি যে, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস বা ১৪ কর্পস ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের অংশ। পাশাপাশি, তারা সিয়াচেন সহ অত্যন্ত সংবেদনশীল কিছু এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ চালায়। এদিকে, সিয়াচেন হিমবাহ সীমান্তে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড (BBNL) দ্বারা সরবরাহ করা হয়েছে। BBNL হল, ভারত সরকারের একটি উদ্যোগ যা ভারতনেট প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে। এই মিশনের অধীনে সারা ভারতের আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ড সংযোগে সজ্জিত করা হবে।

স্যাটেলাইট ব্রডব্যান্ড কি: স্যাটেলাইট ব্রডব্যান্ডের কথা জানাতে গেলে বলতে হয় যে, এটি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অন্যতম একটি উপায়। এই বিশেষ পদ্ধতিতে ইন্টারনেট চালানোর জন্য সরাসরি স্যাটেলাইট থেকে ডেটা পাওয়া যায়। যা পৃথিবীতে স্থিত ছোট স্যাটেলাইট ডিশ দ্বারা প্রাপ্ত হয় এবং এটি ইন্টারনেট চালাতে সাহায্য করে। এটি প্রতি সেকেন্ডে ৩০০ MB (300mbps) পর্যন্ত ইন্টারনেটের গতি প্রদান করতে পারে। স্যাটেলাইট ইন্টারনেট হয় জিও স্টেশনারি (GEO) অথবা লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট ব্যবহার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, GEO মানে হল মহাকাশে ইনস্টল করা স্যাটেলাইট আর LEO মানে হল লো আর্থ কক্ষপথে ইনস্টল করা স্যাটেলাইট। তবে, স্যাটেলাইট নেটওয়ার্ক অপারেশনের কেন্দ্র একটি নির্দিষ্ট এলাকায় স্থাপন করা আর্থ স্টেশন গেটওয়ের সাথে যুক্ত থাকে। এই গেটওয়ে স্যাটেলাইট নেটওয়ার্ককে নেটের সাথে সংযুক্ত করে। এখান থেকে ডেটা গ্রহণ করতে, গ্রাহকের একটি ইউজার অ্যাক্সেস টার্মিনাল (UT) ডিভাইস এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে সংযোগ করার জন্য একটি অ্যান্টেনার প্রয়োজন হয়।

ভারতে আপাতত ভারতী এয়ারটেল ওয়ানওয়েব, ইলন মাস্কের স্টারলিঙ্ক, কানাডিয়ান কোম্পানি টেলিস্যাট এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপারের মতো কোম্পানিগুলি বর্তমানে স্যাটেলাইট নেটওয়ার্ক সরবরাহ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে, ইলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করলেও পরবর্তীকালে টেলিযোগাযোগ বিভাগ তা নিষিদ্ধ করে। এমতাবস্থায়, কোম্পানিটি আপাতত দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার পরিকল্পনা বাতিল করেছে। এদিকে, Reliance Industries এবং Luxembourg-ভিত্তিক কোম্পানি SES-এর যৌথ উদ্যোগ Jio Satellite Communications Ltd ইতিমধ্যেই স্যাটেলাইট ব্রডব্যান্ডের লাইসেন্সের জন্যও আবেদন করেছে।

সিয়াচেন হিমবাহ: প্রকৃতপক্ষে, ১৯৮৪ সালে “অপারেশন মেঘদূত”-এর পরে সিয়াচেন হিমবাহ ভারতের কৌশলগত নিয়ন্ত্রণে আসে। এটি ২০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। মূলত, হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে এবং নুব্রা উপত্যকার উত্তরে এই হিমবাহটি অবস্থিত রয়েছে। এমতাবস্থায়, এই এলাকায় মোতায়েন থাকা সৈন্যদের তুষারপাত থেকে শুরু করে ভূমিধসের মত ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। সর্বোপরি, শীতকালে এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর