এবার বিশ্বজুড়ে দাপট দেখাবে ভারতে তৈরি iPhone 15! এই সংস্থার হাত ধরে শুরু হল প্রোডাকশন

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বজুড়েই মোবাইল প্রেমীদের কাছে iPhone পছন্দের তালিকায় একদম প্রথমসারিতে থাকে। পাশাপাশি, বর্তমানে ভারতেও (India) iPhone-এর বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, ঠিক এই আবহেই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই Apple-এর চুক্তির ওপর ভর করে iPhone প্রস্তুতকারী সংস্থা Foxconn Technologies ভারতে iPhone 15-এর উৎপাদন শুরু করেছে।

শুধু তাই নয়, তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্মিত প্ল্যান্টে কোম্পানিটি ইতিমধ্যেই iPhone 15-এর শিপমেন্টের প্রস্তুতি শুরু করেছে বলেও জানা গিয়েছে। তাই, এটাও সম্ভব হতে পারে যে, আগামী মাসে যখন iPhone 15 লঞ্চ হবে, তখন কোম্পানির সিইও টিম কুকের হাতে হয়তো “মেক ইন ইন্ডিয়া” iPhone 15 থাকবে।

This time iPhone 15 made in India will spread around the world

এদিকে, এর আগে, Foxconn ভারতে শুধুমাত্র iPhone অ্যাসেম্বল করত। কিন্তু গত বছর ওই সংস্থা iPhone 14-এর উৎপাদন শুরু করে। এরপর থেকে ভারতে iPhone-এর উৎপাদন ক্রমাগত বাড়ছে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী মোট iPhone রপ্তানির মধ্যে, ভারত থেকে ১০,০০০ কোটি টাকার iPhone রপ্তানি হয়েছে। পাশাপাশি iPhone-এর মোট উৎপাদনে ভারতের অংশীদারিত্ব এখনও পর্যন্ত রয়েছে ৭ শতাংশ।

আরও পড়ুন: বড়সড় ধাক্কা দিল Apple! এবার বন্ধ হয়ে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ পরিষেবা, চিন্তায় পড়লেন ব্যবহারকারীরা

iPhone 15 দ্রুত ভারতে উপলব্ধ হবে: আগামী মাসে iPhone 15-এর গ্লোবাল লঞ্চের ওপর ভর করে এই ফোনটি ভারতেও খুব দ্রুত পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ নতুন iPhone 15 কিনতে iPhone প্রেমীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এর দু’টি প্রধান কারণ রয়েছে। প্রথমটি হল Apple ভারতে ২ টি Apple Store খুলেছে। যার কারণে গ্রাহকেরা দ্রুত এবং এক্সক্লুসিভভাবে ফোনটি ভারতে পেয়ে যাবেন। পাশাপাশি, দ্বিতীয় কারণ হল iPhone এখন ভারতে তৈরি হওয়ার কারণে কোম্পানি এটি ভারতের বাজারে দ্রুত সরবরাহ করতে সক্ষম হবে।

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! এবার সামনে এল বহু প্রতীক্ষিত iPhone 15 লঞ্চের তারিখ

Foxconn শিপমেন্টের জন্য প্রস্তুত রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিন থেকে ডেলিভারি শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরেই Foxconn ভারত থেকে এই ডিভাইসগুলির শিপমেন্ট শুরু করবে। এদিকে, চিন এবং আমেরিকার মধ্যে উত্তেজনার কারণে, Foxconn তাদের প্রোডাকশন ভারতে স্থানান্তরিত করা শুরু করেছে। যাতে সংস্থার পপুলার প্রোডাকশন সাইকেলের কোনো ক্ষতি না হয়। পাশাপাশি, এখন সংশ্লিষ্ট কোম্পানিটি ভারতেই Apple-এর অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর