এবার IRCTC বিক্রি করতে চলেছে সরকার! অফারে খুব কম দামেই আপনিও কিনতে পারবেন শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক সরকারি ব্যাঙ্ক এবং কোম্পানির বেসরকারিকরণের পথে হেঁটেছে সরকার। শুধু তাই নয় আপাতত, IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণের পাশাপাশি নতুন করে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের (Rashtriya Ispat Nigam Limited) পুরো অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। তবে, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি সংস্থা।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এরপর সরকার ভারতীয় রেলওয়ের সাবসিডিয়ারি সংস্থা IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)-র শেয়ার বিক্রি করতে চলেছে। পাশাপাশি, স্টক এক্সচেঞ্জে অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে বৃহস্পতিবার এবং শুক্রবার সংস্থার পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করা হবে বলেও জানা গিয়েছে।

পাশাপাশি, বর্তমানে IRCTC শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে ৬৮০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, অফার ফর সেল (OFS)-এ সরকার চার কোটি শেয়ার অফার করবে বলে খবর মিলেছে। এদিকে, গত বুধবার IRCTC-র শেয়ার ৭৩৪.৯০ টাকায় বন্ধ হয়। এমতাবস্থায়, OFS বুধবারের মূল্য থেকে সাত শতাংশ ছাড়ে থাকবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, OFS-এ সরকার মোট ২৫ শতাংশ অর্থাৎ এক কোটি শেয়ার বিমা কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের জন্য সংরক্ষিত করবে। শুধু তাই নয়, খুচরো বিনিয়োগকারীদের জন্য আবার দশ শতাংশ অর্থাৎ ৪০ লক্ষ শেয়ার সংরক্ষিত থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার ক্রমাগতভাবে IRCTC-তে অংশীদারিত্ব কমিয়ে আনছে। এর আগে ২০১৯ সালে যখন IRCTC-এর আইপিও এসেছিল, তখন এতে সরকারের অংশীদারিত্ব ৮৭.৪০ শতাংশে নেমে আসে।

1136065 irctc

যদিও, ঠিক তারপরেই আবার সরকার এটির ২০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। যার ফলে অংশীদারিত্ব নেমে আসে ৬৭.৪০ শতাংশে। এমতাবস্থায়, নতুন করে ফের পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করা হলে সেই পরিমান কমে দাঁড়াবে ৬২.৪০ শতাংশে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে অফার ফর সেল (OFS) বৃহস্পতিবার নন-রিটেল বিনিয়োগকারীদের জন্য এবং শুক্রবার রিটেল বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ থাকবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর