এবার একইসাথে মহাকাশে পাঠানো হল ৭ টি বিদেশি স্যাটেলাইট! সফল উৎক্ষেপণের আরও এক নজির ISRO-র

বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সফল উৎক্ষেপণের রেশ এখনও কাটেনি। পাশাপাশি, এই উৎক্ষেপণের মাধ্যমেই বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে ISRO (Indian Space Research Organisation)। এমতাবস্থায়, চন্দ্রযান-৩-এর চাঁদে পৌঁছনোর আগেই এবার ফের একটি নজির গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শুধু তাই নয়, এবার একইসাথে ৭ টি বিদেশি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল।

যদিও, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথমে এই উৎক্ষেপণের সময় রবিবার সকাল সাড়ে ৬ টায় নির্ধারণ করা হলেও শেষপর্যন্ত আজ সকাল ৬ টা বেজে ৩৪ মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে চার মিনিট দেরিতে PSLV-C56 রকেট মোট ৭ টি স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে পাড়ি দেয় মহাকাশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে  এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

উল্লেখ্য যে ISRO-র এই অভিযানটি সংস্থার তৃতীয় বাণিজ্যিক মিশন হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, এই মিশন সাফল্য পেলে ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত মোট ৪৩১ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর মাইলফলক ছুঁয়ে ফেলবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

এদিকে, এই বিষয়ে ISRO-র তরফে জানানো হয়েছে, রকেটটির উৎক্ষেপণ সফল হয়েছে। পাশাপাশি, লিফ্ট-অফের প্রায় ২৩ মিনিট পর DS-SAR উপগ্রহটি পৃথক হয়ে যায়। তারপরেই এই স্যাটেলাইটটির পরে পৃথক হয়ে যাওয়া অন্য ৬ টি স্যাটেলাইটও যে যার নিজের কক্ষকে ছুঁয়ে ফেলে। ইতিমধ্যেই এই উৎক্ষেপণের পর ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ সিঙ্গাপুর সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

জানিয়ে রাখি যে, এই উৎক্ষেপণের প্রধান স্যাটেলাইট হল DS-SAR। যেটি পাঠিয়েছে সিঙ্গাপুরের DSTA & ST ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ, এটি হল সিঙ্গাপুরের ডিফেন্স সাইন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি। এই স্যাটেলাইটটি কাজ শুরু করলে, এটি সিঙ্গাপুর সরকারকে মানচিত্র তৈরিতে সহায়তা করবে।

বাকি ৬ টি স্যাটেলাইটের নাম:
১. VELOX-AM: এটি একটি ২৩ কেজির টেকনোলজি ডেমনস্ট্রেটর মাইক্রোস্যাটেলাইট।
২. ARCADE: এটিও একটি পরীক্ষামূলক উপগ্রহ। যার পুরো নাম হল- Atmospheric Coupling and Dynamic Explorer।
৩. SCOOB-II: এটি একটি 3U ন্যানো স্যাটেলাইট। যেটি একটি বিশেষ ধরণের টেকনোলজি ডেমনস্ট্রেশন পরীক্ষা করবে।

4. NuLIon: এটি তৈরি করেছে NuSpace। এই স্যাটেলাইট একটি অত্যাধুনিক 3U ন্যানো স্যাটেলাইট। এর মাধ্যমে শহর ও প্রত্যন্ত অঞ্চলে বিনা বাধায় ইন্টারনেট অব থিংসের সুবিধা দেওয়া যাবে।
৫. Galassia-২: এটিও একটি 3U ন্যানো স্যাটেলাইট। যেটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।
৬. ORB-12 STRIDER: এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নির্মিত একটি স্যাটেলাইট। এটি সিঙ্গাপুরের Aliena Pte Ltd কোম্পানি তৈরি করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর