এবার এই নতুন রেকর্ড গড়ল Jio! গ্রাহকদের ওপর ভর করেই ইতিহাস তৈরি করল আম্বানির সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত (India) ইন্টারনেটের ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। যত দিন এগোচ্ছে ততই ব্যাপকভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দেশজুড়ে। এমতাবস্থায়, দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা Jio প্রকাশ করেছিল যে, গত ত্রৈমাসিকে তাদের নেটওয়ার্কে ডেটা খরচের পরিসংখ্যান ছিল ৩০.৩ এক্সাবাইট। এমন পরিস্থিতিতে, দেশে ইন্টারনেটের ব্যবহার যে বিপুলহারে বৃদ্ধি পেয়েছে তা Jio-র সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, Jio ব্যবহারকারীরা এক মাসে ১০ এক্সাবাইট অর্থাৎ ১০ বিলিয়ন GB ডেটা ব্যবহার করেছেন। শুধুমাত্র Jio ব্যবহারকারীরাই এই ডেটা ব্যবহার করে ফেলেছেন। এমতাবস্থায়, Airtel এবং Vi-এর মত অন্যান্য সংস্থাগুলির সম্মিলিত পরিসংখ্যান যে বিপুল জায়গায় পৌঁছবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ইতিহাস তৈরি করল Jio: এদিকে, ইতিমধ্যেই রেকর্ড তৈরি করে ফেলেছে Jio। কারণ, ১০ বিলিয়ন GB ডেটা ব্যবহার করার বিষয়টি মোটেও সহজ বিষয় নয়। ২০১৬ সালে যখন Reliance Jio টেলিকম সেক্টরে প্রবেশ করেছিল এবং Jio চালু করেছিল, তখন ভারত জুড়ে সমস্ত ব্যবহারকারীর ডেটা খরচ ছিল মাত্র ৪.৬ এক্সাবাইট। যদিও, এই পরিসংখ্যান আবার পুরো বছরের জন্য ছিল। অন্যদিকে এখন মাত্র এক মাসেই ভারতীয়রা ১০ এক্সাবাইট ডেটা ব্যবহার করে ফেলছেন।

Jio True 5G ডেটা খরচ বাড়িয়েছে: উল্লেখ্য যে, ভারতে 5G চালু হওয়ার পরে, Jio ধীরে ধীরে তার Jio True 5G পরিষেবা চালু করতে শুরু করেছে। ইতিমধ্যেই Jio একাধিক শহরে 5G পরিষেবা চালু করেছে। দেখা গেছে এই Jio True 5G চালু হওয়ার পর ডেটা খরচ অনেকটাই বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবহারকারীরা এখন প্রতি মাসে প্রায় ২৩.১ GB ডেটা ব্যবহার করছেন।

reliance jio 1572776826

এদিকে, গত দুই বছরে এই পরিসংখ্যান ছিল প্রতি মাসে মোট ১৩.৩ GB। অর্থাৎ, প্রত্যেক Jio ব্যবহারকারী ২ বছর আগের তুলনায় প্রতি মাসে এখন প্রায় ১০ GB বেশি ডেটা ব্যবহার করছেন। পাশাপাশি, এমনও খবর পাওয়া গিয়েছে যে, Jio-তে ডেটা খরচ অন্যান্য নেটওয়ার্কের তুলনায় বেশি। তবে, সামগ্রিকভাবে এক্ষেত্রে নতুন এক ইতিহাস তৈরি করল Jio।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর