কোচের থেকে ১০ বছরের বড় ক্রিকেটার! এবার আইপিএলে সবথেকে বড় চমক দিল কেকেআর।

আইপিএলের অপর নাম চমক। প্রতিবছরই আইপিএলে কিছু না কিছু চমক থাকে। বিশ্বের অন্যতম সেরা এবং ধোনি ক্রিকেট লিগ হচ্ছে আইপিএল। এই লিগে কোটি কোটি টাকা উড়ে, আর সেই জন্যই ক্রিকেটরা কোটিপতি হয়ে যায় আইপিএলের নিলামে। এবারেও তার অন্যথা হল না, অস্ট্রেলিয়ান পেসার প্যাট কমিন্স এবারের আইপিএলের সব থেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে উঠলেন। এবার 15 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কমিন্সকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এছাড়াও এবার আইপিএলের সুবাদে কোটিপতি হয়ে উঠেছেন কিছুদিন আগে পর্যন্ত ফুচকা বিক্রি করা ভারতীয় ক্রিকেটার যশস্রি জয়সওয়াল। গতবার আইপিএলে সবথেকে বড় চমক ছিল ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান অবিক্রিত থেকে গিয়েছিলেন। অপরদিকে বরুণ চক্রবর্তীর মত অখ্যাত বোলার যার সেই রকম কোন ক্রিকেট রেকর্ড নেই তিনি 8 কোটি 40 লক্ষ টাকায় দল পেয়েছিলেন।

Brendon McCullum named head coach of KKR

আর এবারের আইপিএলে সবথেকে বড় চমক হল প্রবীণ তম্বের মত একজন সিনিয়র ক্রিকেটার এবার আইপিএলে ফের দল পেলেন। এই সবথেকে বয়স্ক ক্রিকেটার কে নিজেদের দলে নিয়েছে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন শারুক খানের দল কলকাতা নাইট রাইডার্স কলকাতা। 20 লক্ষ টাকা খরচ করে প্রবীণ তাম্বেকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এক্ষেত্রে টাকার অংকটা কোন বড় ব্যাপার নয়, বড় চমক হল কলকাতা নাইট রাইডার্স এর কোচ ম্যাককালামের বয়স যেখানে 38 বছর সেখানে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স এর ক্রিকেটার প্রবীণ তম্বের বয়স 48 বছর। অর্থাৎ এখানে শিষ্যের থেকে গুরুর বয়স বেশি।


Udayan Biswas

সম্পর্কিত খবর