এবার ‘দ্য হান্ড্রেড’ ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনতে চলেছে কেকেআর।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট ব্যবসায় আগেই দেশের বাইরে পা রেখেছে। এবার ব্রিটেনে পা রাখতে চলেছে নাইট ব্রিগেড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এর তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এবার 100 বলের ফ্র্যাঞ্চাইজি লীগ করার, শোনা যাচ্ছে এবার সেই লীগেও দল কিনতে চলেছে নাইট বাহিনী। কলকাতা নাইট রাইডার্স দলের সিইও তথা দলের সহ-কর্ণধার ভেঙ্কি মাইসোর নিজেই বুধবার এই জল্পনা উসকে দিয়েছেন। এইদিন তিনি জানিয়েছেন ব্রিটেনের ফ্র্যাঞ্চাইজি লিগে যদি ঠিকমতো প্রস্তাব পাওয়া যায় তাহলে আমরা সেখানেও দল কেনার ব্যাপারে চিন্তাভাবনা করব।

আইপিএল এবং বিগ ব্যাসের জনপ্রিয়তা দেখে এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের দেশে আনতে চলেছে ক্রিকেট লীগ। তবে এই ফ্র্যাঞ্চাইজি লীগ কুড়ি ওভারের নয়, এই ফ্র্যাঞ্চাইজি লিগটি অনুষ্ঠিত হবে 100 বলের। ইতিমধ্যেই এই ফ্র্যাঞ্চাইজি লীগের নাম দেওয়া হয়েছে ‘দ্য হান্ড্রেড’।

145385834652717485b74244f3763125a7bad7716f51849d79ff416729683849822f2ebea

এই বছর জুন- জুলাই মাসে এই লিগটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি হওয়ার কারণে এই লীগ পিছিয়ে দিতে হয়েছে। এর ফলে বড়সর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। সেই জন্য আগামী বছরে বিদেশি বিনিয়োগে ছাড় দিতে চলেছে ইসিবি। আর এই সুযোগ কাজে লাগিয়ে ‘দ্য হান্ড্রেড’ লিগে দল কিনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স প্রাইভেট লিমিটেড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর