বিপাকে ইলন মাস্ক! এবার টুইটারকে টেক্কা দিতে প্রস্তুত স্বদেশী ‘Koo”, চলছে মার্কিন মুলুকে লঞ্চের পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টুইটার (Twitter) কিনে নিয়ে সর্বত্র সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। যদিও, তারপরেও একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে টুইটার। তবে, এবার টুইটারকে কড়া টক্কর দিতে চলেছে দেশীয় মাইক্রোব্লগিং সাইট “Koo”। শুধু তাই নয়, ইতিমধ্যেই এটি আন্তর্জাতিকভাবে নিজেদের পদক্ষেপ গ্রহণের পথে এগোচ্ছে বলে জানা গিয়েছে। সর্বোপরি, শীঘ্রই “Koo”-কে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে খবর মিলেছে।

ইতিমধ্যেই এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম সূত্রে জানানো হয়েছে যে, এটি ইতিমধ্যেই টুইটারকে টেক্কা দিতে প্রস্তুত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে Koo-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অপ্রমেয়া রাধাকৃষ্ণ জানিয়েছেন, Koo ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাইক্রোব্লগিং সাইট হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি, এটি ৫০ মিলিয়ন অ্যাপ ডাউনলোডের স্তরও অতিক্রম করেছে।

এদিকে, ইতিমধ্যেই ব্লু টিক-এর জন্য মাসিক ৮ ডলার চার্জ করার বিষয়টি সামনে এনেছে টুইটার। এমতাবস্থায়, সবাই টুইটারের একটি বিকল্প খুঁজছেন। যার ফলে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে Koo। শুধু তাই নয়, এই প্রসঙ্গে Koo-এর সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদাওয়াটকা জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই লঞ্চের জন্য, Koo ইতিমধ্যেই বিশ্বব্যাপী দর্শকদের লক্ষ্যে তাঁদের এই ভারতের পণ্যকে পরিবর্তন করার জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি নির্মাণ শুরু করেছে।

তবে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সহ-প্রতিষ্ঠাতারা এই অ্যাপটিকে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপিন্স, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Koo সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহারকারীদের “ভেরিফিকেশন হ্যান্ডেল”-এর সুবিধা উপলব্ধ করেছে। যা তাদের টুইটারের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে।

Koo-র ভেরিফিকেশন: কিছু দেশে টুইটারের ব্লু ফিচার চালু হওয়ার পর জাল অ্যাকাউন্টের বৃদ্ধি হু হু করে ঘটেছে। এমতাবস্থায়, Koo ব্যবহারকারীদের অন্তত ৯৫ শতাংশ একটি মোবাইল ওটিপির মাধ্যমে যাচাই করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াটকা ব্যাখ্যা করেছেন যে, Koo-এর একটি সেলফ ভেরিফিকেশন ফিচার্স রয়েছে। যেখানে ব্যবহারকারীরা স্বেচ্ছায় আধার নম্বর দিতে পারেন এবং একটি আধার-সংযুক্ত ফোনে OTP-ও পেতে পারেন। এর ফলে অ্যাকাউন্টটি একটি সবুজ টিক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই করা যাবে।

koo2021 07 28T090102Z1456391449RC2LTO91OGLWRTRMADP3INDIA TWITTERJPG

পাশাপাশি, বিশিষ্ট ব্যক্তিরা যাচাইয়ের তৃতীয় স্তর পেরিয়ে Koo দ্বারা অফিসিয়াল যাচাইকরণের পরে একটি হলুদ টিক পান। এদিকে, Koo এখন ১০ টি ভারতীয় ভাষায় উপলব্ধ। পাশাপাশি, প্ল্যাটফর্মের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই দেশীয় সোশ্যাল মিডিয়া কোম্পানি ৭,৫০০ টি হলুদ টিক এবং সবুজ সেলফ ভেরিফিকেশনের লক্ষাধিক টিক প্রদান করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর