ওস্তাদের মার শেষ রাতে, ইস্টবেঙ্গলকে বড় ঝটকা দিল মোহনবাগান! মন খারাপ লাল-হলুদ শিবিরের

   

বাংলা হান্ট ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার বড় কাণ্ড ঘটিয়ে ফেলল মোহনবাগান (Mohun Bagan)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরেই লালেংমাউইয়া রালতে (Lalengmawia Ralte) বা আপুইয়াকে (Apuia) নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। পাশাপাশি, বিভিন্ন মহল থেকে এই খবরও আসছিল যে তিনি নাকি ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দেবেন। এমতাবস্থায়, ভারতের তারকা এই মিডফিল্ডারকে নিজেদের দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল মোহনবাগান।

আর তারপরেই শেষ হাসি হাসল সবুজ-মেরুন শিবির। শুধু তাই নয়, আপুইয়ার দলে আসার প্রসঙ্গে একটি বিশেষ ভিডিও সামনে এসেছে। যেটির মাধ্যমে আপুইয়ার মোহনবাগান শিবিরের সাথে যুক্ত হওয়ার বিষয়টি সুকৌশলে উপস্থাপিত করা হয়েছে। মূলত, ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ইস্টবেঙ্গলের জার্সি পরে রয়েছেন ওই খেলোয়াড় এবং তার সাথে ওই ভিডিওটিতে দেখানো হয়েছে বিভিন্ন আলোচনার কাটিং।

This time Mohun Bagan gave a big shock to East Bengal.

তারপরেই সত্যজিৎ রায়ের “সোনার কেল্লা” সিনেমায় থাকা জটায়ুর সেই ঐতিহাসিক “আমি পেয়েছি”-র ভিডিওর ক্লিপ দেখিয়ে অভিনবভাবে ঘোষণা করা হয় যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সবুজ-মেরুন শিবিরেই যোগদান করেছেন আপুইয়া। এমতাবস্থায়, ওই ভিডিওটি ইতিমধ্যেই মোহনবাগান সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি, তাঁদের উত্তেজনাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: নজর “যকের ধন”-এর দিকে! চিনের মদতে ভারতের বিরুদ্ধেই যুদ্ধ শুরু শ্রীলঙ্কার? সমুদ্রে এবার আসল লড়াই

এদিকে আপুইয়ার সবুজ-মেরুন শিবিরে আসার প্রসঙ্গে মোহনবাগানের হেড কোচ জোসে মোলিনা জানিয়েছেন যে, “আমাদের মিডফিল্ড আপুইয়া যোগ দেওয়াতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। গত কয়েকটি মরশুমে লিগে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠেছে আপুইয়া। এছাড়াও, ওই খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভারতীয় দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।” এর পাশাপাশি মোহনবাগানের কোচ আরও জানান যে, আপুইয়ার আগমনের ফলে দলের মধ্যে প্রতিযোগিতা যেমন বাড়বে ঠিক তেমনি পারফরম্যান্সেও প্রভাব পড়বে।

আরও পড়ুন: ৬ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছল ভারতের বৈদেশিক সোনার ভান্ডার, দেশে বাড়ল গোল্ড রিজার্ভ

যদিও, আপুইয়াকে আনতে মোহনবাগান ঠিক কতটা খরচ করেছে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে না এলেও জানা গিয়েছে যে তিনিই হয়ে উঠেছেন সবথেকে দামি খেলোয়াড়। মোহনবাগানে যোগদানের পর আপুইয়া জানিয়েছেন যে, “আমি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পেরে অত্যন্ত গর্বিত এবং উত্তেজিত বোধ করছি। এটি হল সেই ক্লাব যার ভারতীয় ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা রয়েছে। আমি এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করার জন্য মুখিয়ে রয়েছি।” পাশাপাশি, তিনি মোহনবাগানে সুযোগ পাওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান এবং কোচ ও সতীর্থদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন আপুইয়া।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর