এবার ২৫ শে বৈশাখে রবীন্দ্র সংগীতের পাশাপাশি বাজবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। প্রত্যেক বছর রবীন্দ্রজয়ন্তী খুব আড়ম্বরের সহিত পালন করা হয়। কিন্তু এবছর চীন থেকে আগত মারণ ভাইরাস করোনা তা পুরোটাই বানচাল করে দেয়। এই ভাইরাসের জেরে এবার কাঁটা পড়েছে রবীন্দ্রজয়ন্তী পালনে। শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতি কেন্দ্রগুলিতে অনুষ্ঠান করার উপায় নেই। এই পরিস্থিতিতে কবিগুরুকে স্মরণ করতে তৎপর হল রাজ্য পুলিশ। বুধবারই এই মর্মে নবান্নে থেকে জারি হয়েছে নির্দেশিকা। তাতে শুক্রবার রবীন্দ্র জয়ন্তীতে জেলায় জেলায় রাস্তায় ট্যাবলো বার করেত নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে রবীন্দ্র সংগীতের সঙ্গে বাজাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee )লেখা গানও। এমনই নির্দেশ পাঠানো হয়েছে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের।

th j

পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং যে নির্দেশিকা জারি করেছেন তাতে স্পষ্ট লেখা রয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে ১১.৩০টার মধ্যে বিভিন্ন জায়গায় পুলিশকর্মীদের বার করতে হবে ট্যাবলো। ছোট্ট সেই ট্যাবলোয় থাকবে রবীন্দ্রনাথের কাটআউট। সঙ্গে বাজাতে হবে রবীন্দ্রনাথের গান। আর বাজাতে হবে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও।

এছাড়া যে সমস্ত পুলিশকর্মীদের সুরেলা কণ্ঠ রয়েছে তারাও গান গাইতে পারেন ট্যাবলোয় অংশগ্রহণ করে। রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভাকে তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য। জানানো হয়েছে নির্দেশিকায়।

সম্পর্কিত খবর