“প্রাক্তন”-এর কাছ থেকে বড় ঝটকা খেলেন মাস্ক! এই কারণে দিতে হবে বিপুল অর্থ, কি জানাল আদালত?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) এবার একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন। মূলত, টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal), প্রাক্তন আইনি প্রধান বিজয়া গাড্ডে এবং অন্যান্য আধিকারিকরাই মাস্ককে বড় ঝটকা দিয়েছেন। জানা গিয়েছে, ডেলাওয়্যার চ্যান্সারি কোর্টের বিচারক ক্যাথলিন সেন্ট জে. ম্যাককরমিক, আগরওয়াল এবং তাঁর টিমের পক্ষে রায়দান করেছেন।

পাশাপাশি, আদালত জানিয়েছে যে, টুইটার আইনি খরচ মেটানোর বিষয়টিতে তার দায়িত্ব লঙ্ঘন করেছে। এরপরেই আদালত ইলন মাস্ক পরিচালিত এক্স কর্পোরেশনকে আইনি ফি হিসেবে ১.১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৯.১৫ কোটি) দেওয়ার নির্দেশ দিয়েছে।

This time Parag Agarwal gave a big blow to the mask

এপ্রিল মাসে মাস্কের বিরুদ্ধে মামলা হয়: জানিয়ে রাখি যে, ভারতীয় বংশোদ্ভূত টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল, প্রাক্তন আইনি প্রধান গাড্ডে এবং প্রাক্তন প্রধান আর্থিক আধিকারিক নেড সেগাল এই বছরের এপ্রিল মাসে ১ মিলিয়ন ডলারেরও বেশি আইনি বিল পরিশোধ না করার জন্য মাস্ক-চালিত টুইটারের বিরুদ্ধে মামলা করেছিলেন।

আরও পড়ুন: ফ্রি-র দিন শেষ! এবার Facebook-Instagram চালাতে গেলেই পকেট হবে ফাঁকা, নয়া প্ল্যান নিয়ে এল Meta

এদিকে, গত বছরের অক্টোবরে, মাস্ক আগরওয়াল, গাড্ডে এবং সেগালকে জানিয়েছিলেন যে কোম্পানিতে তাঁদের এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। কারণ তিনি মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিয়েছেন। মামলা অনুসারে, ওই তিনজন অভিযোগ করেছেন যে টুইটারকে তাঁদের ১ মিলিয়ন ডলারের বেশি খরচ প্রদান করতে হবে। মূলত, বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেশ কয়েকটি শুনানিতে এই ব্যয়গুলি করা হয়েছিল।

আরও পড়ুন: আর নেই সময়! এবার এই ব্যক্তিদের স্যারেন্ডার করতে হবে রেশন কার্ড, নাহলেই পড়বেন বিপদে

পরাগ আগরওয়াল পেয়েছেন প্রায় ৪০ মিলিয়ন ডলার: মামলা অনুসারে, এই বছরের ফেব্রুয়ারিতে সিকিউরিটিজ ক্লাস অ্যাকশনে গাদ্দেকে একজন অভিযুক্ত হিসেবে বিবেচিত করা হয়েছিল। এমতাবস্থায়, সেই অ্যাকশনের অভিযুক্তরা মামলা অনুসারে একটি সংশোধিত ক্লাস অ্যাকশন অভিযোগ দায়ের করেছিলেন। রিপোর্ট অনুসারে, এই তিনজন শীর্ষ আধিকারিক যখন টুইটার ছেড়েছিলেন, তখন তাঁদের প্রায় ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলারের এক্সিট প্যাকেজ ছিল। এদিকে, পরাগ আগরওয়াল প্রায় ৪০ মিলিয়ন ডলারের সবচেয়ে বড় পেআউট পেয়েছিলেন। মূলত, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে টুইটারে তাঁর শেয়ারের কারণেই তিনি বিপুল অঙ্কের অর্থ পান। পাশাপাশি, আগরওয়াল এবং সেগালকে গত সেপ্টেম্বরে একটি সিকিউরিটিজ ক্লাস অ্যাকশনে প্রতিবাদী হিসেবে অভিহিত করা হয়। অথচ একটা সময়ে তাঁরা উভয়ই টুইটারে কাজ করতেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর