বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকেই রীতিমতো গ্রীষ্মের প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। তীব্র গরমে জর্জরিত সকলেই। এমতাবস্থায়, অনেকেই গরমের হাত থেকে বাঁচতে এই সময়টাতে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। যার ফলে তুমুল ভিড় পরিলক্ষিত হয় উত্তরবঙ্গের ট্রেনগুলিতে। তবে এবার, গ্রীষ্মের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রেল (Indian Railways)।
জানা গিয়েছে, এবার হাওড়া ও নিউ জলপাইগুড়ি রুটে এবং শিয়ালদহ ও নিউ জলপাইগুড়ি রুটে দু’টি স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি, ওই ট্রেনগুলির সময়সূচি, স্টপেজ, চলাচলের তারিখ সহ বিস্তারিত তথ্যও সামনে এসেছে। এর মধ্যে যে ট্রেনটি হাওড়া থেকে চলবে সেটি হল ০৩০২৭/০৩০৩২৮ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন।
হাওড়া থেকে স্পেশাল ট্রেন: এই ট্রেনটি হাওড়া থেকে এপ্রিল মাসের ১৯ এবং ২৬ তারিখ, মে মাসের ৩, ১০, ১৮, ২৪ ও ৩১ তারিখ এবং জুন মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ চলবে। মূলত, ট্রেনটি প্রতি বুধবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটের উদ্দেশ্যে রওনা দেবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১.৪০ মিনিটে। পাশাপাশি, সেটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।
এদিকে, ০৩০৩২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে এপ্রিল মাসের ২০ ও ২৭ তারিখ, মে মাসের ৪, ১১, ১৭, ২৫ তারিখ এবং জুন মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ হাওড়ার উদ্দেশ্যে সফর করবে। মূলত, ট্রেনটি প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে এবং হাওড়ায় পৌঁছবে রাত ১১ টা ৩০ মিনিটে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গীপুর রোড, বারসোই, কিসানগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।
শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেন: এদিকে, শিয়ালদহ থেকে যে ট্রেনটি চলাচল করবে সেটি হল ০৩১০৩/০৩১০৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন। শিয়ালদহ থেকে ট্রেনটি এপ্রিলের ১৫, ২২ ও ২৯ তারিখে এবং মে মাসের ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখে ও জুন মাসের ৩, ১০, ১৭ এবং ২৪ তারিখে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে সফর করবে। অর্থাৎ, ট্রেনটি প্রতি শনিবার শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১ টা ৪০ মিনিটে। পাশাপাশি, সেটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে।
আবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি এপ্রিলের ১৬, ২৩ ও ৩০ তারিখে এবং মে মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখে ও জুন মাসের ৪, ১১, ১৮ এবং ২৫ তারিখে শিয়ালদহের উদ্দেশ্যে সফর করবে। অর্থাৎ, ট্রেনটি প্রতি রবিবার শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২ টা ১৫ মিনিটে। সেটি শিয়ালদহে পৌঁছবে রাত ১১ টা ৫০ মিনিটে। উল্লেখ্য যে, এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গীপুর রোড, বারসোই, কিসানগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। এদিকে, উভয় ট্রেনের ক্ষেত্রেই আগামী ১৩ এপ্রিল থেকে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে বুকিং করা যাবে বলেও জানা গিয়েছে।