ফের এক ভারতীয়কে দেওয়া হল বড় দায়িত্ব! এবার FedEx-এর নতুন CEO হলেন রাজ সুব্রক্ষণ্যম

   

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার মাটিতে ফের এক ভারতীয়ের জয়জয়কার! এবার FedEx-এর CEO হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজ সুব্রক্ষণ্যম। জানা গিয়েছে যে, ডব্লিউ স্মিথ বর্তমানে FedEx কোম্পানির চেয়ারম্যান এবং CEO হিসেবে কর্মরত রয়েছেন। তবে স্মিথ আগামী ১ জুন এই পদ থেকে সরে দাঁড়াবেন এবং তারপর রাজ সুব্রক্ষণ্যমকে এই দায়িত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, FedEx হল বিশ্বের বৃহত্তম কুরিয়ার কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি। FedEx শুরু করেছিলেন ফ্রেডেরিক ডব্লিউ স্মিথ অর্থাৎ স্মিথই এই কোম্পানির প্রতিষ্ঠাতা। এই প্রসঙ্গে স্মিথ জানিয়েছেন,” যখন আমি সামনের দিকে তাকাই তখন এটা ভেবে বেশ সন্তুষ্ট থাকি যে, একজন নেতা হওয়ার জন্য রাজ সুব্রক্ষণ্যম-র ক্ষমতা FedEx কে তার সফল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”

আগামী ১ জুনের পর কোম্পানির একজিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্মিথ। এই প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডের কাজকর্মের পাশাপাশি সামগ্রিক গুরুত্বের বিষয়গুলোকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে। উল্লেখ্য যে, FedEx মূলত একটি আমেরিকান কোম্পানি, যেটি ১৯৭১ সালে শুরু হয়েছিল।

এদিকে, সুব্রক্ষণ্যম জানান, “স্মিথ একজন দূরদর্শী নেতা। তিনি ব্যবসায়িক জগতের কিংবদন্তি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন স্মিথ। তাঁর দায়িত্ব সামলানোর সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের ও গর্বের বিষয়।” জানা গিয়েছে যে, FedEx-এর সদর দপ্তর টেনেসিতে অবস্থিত। পাশাপাশি, সমগ্র বিশ্ব জুড়ে এর প্রায় ৬ লক্ষ কর্মী রয়েছে।

এর আগে ২০২০ সালে, সুব্রক্ষণ্যমকে FedEx-এর বোর্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কোম্পানি জানিয়েছে যে, তিনি ভবিষ্যতেও বোর্ডে থাকবেন। এছাড়াও, সুব্রক্ষণ্যম এর আগে FedEx Express-এর প্রেসিডেন্ট এবং CEO ছিলেন। FedEx Express বিশ্বের বৃহত্তম এক্সপ্রেস পরিবহন সংস্থা। এছাড়াও, রাজ FedEx কর্পোরেশনের একজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং চিফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার হিসেবেও কাজ করেছেন।

fedex

রাজ সুব্রক্ষণ্যম মূলত কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা। তিনি আইআইটি-মুম্বাই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন এবং তারপর সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর তিনি অ্যাস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA করেন। বর্তমানে টেনেসিতে থাকেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর