এবার বড় ধাক্কা পেলেন রতন টাটা! মাত্র তিন বছরেই বিক্রি হয়ে গেল ১৮০০ কোটির কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মাত্র ৩ বছরেই শেষ হয়ে গেল প্রায় ১,৮০০ কোটি টাকার একটি কোম্পানি। এমনকি, সেটি একদম সস্তায় ইতিমধ্যেই বিক্রিও হয়ে গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকেও (Ratan Tata)। কারণ, তিনি এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন।

এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, ওই কোম্পানিটির কি নাম? জানিয়ে রাখি যে, বেঙ্গালুরুতে স্থিত ওই স্টার্টআপের নাম হল নেস্টঅ্যাওয়ে (NestAway)। ওই কোম্পানিটি ভাড়ায় ফ্ল্যাট বা বাড়ির পরিষেবা প্রদান করত। এদিকে, ইতিমধ্যেই ওই কোম্পানিটিকে তার মূল্যের চেয়ে প্রায় ৯৫ শতাংশ কম দামে অধিগ্রহণ করেছে অরাম প্রোপটেক (Aurum Proptech)।

উল্লেখ্য যে, ২০১৯ সালে নেস্টঅ্যাওয়ে কোম্পানিটির মূল্য ১,৮০০ কোটি টাকা থাকলেও কিন্তু বর্তমানে সেটি মাত্র ৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে। মূলত, মাত্র তিন বছরের মধ্যেই এই কোম্পানির গ্রাফ দ্রুত নিচে নেমে যায়। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হল করোনার মতো ভয়াবহ মহামারী।

এদিকে, এই কোম্পানি অধিগ্রহণকারী সংস্থা অরাম গত বছর হ্যালো ওয়ার্ল্ড নামে একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে। মূলত, ওই কোম্পানিটিকে প্রথমে নেস্টঅ্যাওয়ে কিনলেও পরবর্তীকালে অরাম সেটি কিনে নেয়। এমতাবস্থায়, হ্যালো ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র জগদেব এবং ইসমাইল খান এখন অধিগ্রহণ করা নেস্টঅ্যাওয়ের দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, অরাম একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, তারা এখন নেস্টঅ্যাওয়েতে আরও ৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।

উল্লেখ্য যে, ২০১৫ সালে অমরেন্দ্র সাহু, দীপক ধর, স্মৃতি পারিদা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেস্টঅ্যাওয়ে। এই সংস্থাটি ২০১৯ সালে শেষ ফান্ডিং পেয়েছিল। তখন এর মূল্য ছিল ২২.৫ মিলিয়ন ডলার। যা আজকের হিসেব অনুযায়ী ১,৮৫৪ কোটি টাকা। তবে, করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে অধিকাংশজনই “ওয়ার্ক ফ্রম হোম” করার কারণে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়।

শুধু তাই নয়, করোনার আগে, যেখানে তাঁদের ওয়েবসাইটে ৫০,০০০ প্রোপার্টি ছিল এবং কোম্পানিটি এক বছরে ১০০ কোটি টাকা আয়ও করত, কিন্তু মহামারীর পরে সেই প্রোপার্টির সংখ্যা ১৮,০০০-এ নেমে আসে। পাশাপাশি, রেভিনিউর পরিমাণ নেমে আসে ৩০ কোটিতে।

WhatsApp Image 2023 06 06 at 4.11.40 PM

বিনিয়োগকারীদের তালিকায় ছিলেন রতন টাটা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নেস্টঅ্যাওয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফান্ডিং পেয়েছিল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল UC-RNT এবং Tiger Global। উল্লেখ্য যে, UC-RNT হল রতন টাটার RNT অ্যাসোসিয়েট এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগ। এদিকে, টাইগার গ্লোবাল হল একটি আমেরিকান ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। যার ফান্ডিংয়ের ক্ষেত্রে বিশাল পরিচিতি রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর