বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার একটি বড় সরকারি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। মূলত, RBI-এর তরফে কর্ণাটকে স্থিত মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করা হয়েছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যাঙ্কটি বর্তমানে নো ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানির মতোই কাজ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এখন গ্রাহকরা ওই ব্যাঙ্কে কোনো ধরণের অ্যাকাউন্টও খুলতে পারবেন না। ইতিমধ্যেই ওই ব্যাঙ্কের পক্ষ থেকে তথ্য উপস্থাপিত করে বলা হয়েছে, গত ২৭ জুন, ২০২৩ থেকে ব্যবসা বন্ধের সঙ্গে সঙ্গে এই নিয়মগুলিও কার্যকর করা হয়েছে।
RBI লাইসেন্স বাতিল করেছে: এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড একটি নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্সটি ১৯৯৪ সালের ২৩ মার্চ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা জারি করা হয়েছিল। তবে, গত ২৭ জুন সংশ্লিষ্ট ব্যাঙ্কের লাইসেন্সটি RBI বাতিল করেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক সর্বদা সমস্ত ব্যাঙ্কের ওপরে কড়া নজর রেখেছে। পাশাপাশি, সেগুলি সমস্ত নিয়ম মেনে সঠিকভাবে কাজ করছে কি না এবং গ্রাহকদের পরিষেবা দিচ্ছে কি না সেদিকেও প্রতিনিয়ত লক্ষ্য রাখে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিকে, ইতিমধ্যেই ২০২৩ সালের এপ্রিলে, রিজার্ভ ব্যাঙ্ক আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছিল। মূলত, RBI-এর তরফে ওই ব্যাঙ্ককে শুধুমাত্র নন-ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানির অধীনে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল।
পাশাপাশি, ২০২৩ অর্থবর্ষে এখনও পর্যন্ত ৯ টি ল্যান্ডারসের লাইসেন্স বাতিল করা হয়েছে। এমনকি, গত সোমবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু নিয়ম না মেনে চলার কারণে ৭ টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করেছে।
এইসব ব্যাঙ্কগুলি নিয়ম সঠিকভাবে পালন করেনি: জানা গিয়েছে, ওই তালিকায় কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির মধ্যে টেক্সটাইল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, উজ্জয়িনী নাগরিক সহকারী ব্যাঙ্ক, পানিহাটি কো-অপারেটিভ ব্যাঙ্ক, দ্য বরহামপুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক, সোলাপুর সিদ্ধেশ্বর সহকারী ব্যাঙ্ক, উত্তরপ্রদেশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের মতো একাধিক বড় ব্যাঙ্কও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য যে, RBI ইতিমধ্যেই উত্তরপ্রদেশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২৮ লক্ষ টাকা জরিমানাও করেছে। একইভাবে টেক্সটাইল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।