এবার ২০০০ টাকার নোট ব্যান করল RBI, ব্যাঙ্কে জমা করতে হবে এই দিনের মধ্যে

   

বাংলা হান্ট ডেস্ক: এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India, RBI) বড়সড় সিদ্ধান্ত নিল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ২,০০০ টাকার নোট প্রত্যাহার করতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও এটি বৈধ মুদ্রা হিসেবেই বিবেচিত হবে। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২,০০০ টাকার নোট ইস্যু বন্ধ করার পরামর্শ দিয়েছে।

RBI জানিয়েছে যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোটগুলি বৈধ মুদ্রা (সার্কুলেশন) হিসেবে বজায় থাকবে। অর্থাৎ যাঁদের কাছে বর্তমানে ২,০০০ টাকার নোট আছে তাঁদের ব্যাঙ্ক থেকে বদলাতে হবে। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, আগামী ২৩ মে থেকে আপনি একবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২,০০০ টাকার নোট পরিবর্তন বা জমা করতে পারবেন।

এজন্য ব্যাঙ্কগুলিকে একটি বিশেষ উইন্ডো খুলতে হবে। এছাড়াও, RBI নোট বিনিময় ও জমার জন্য ১৯ টি শাখা খুলবে। RBI প্রেস রিলিজে জানিয়েছে যে, “২০১৮-১৯ সালেই আমরা ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিলাম।”

এদিকে, এদিনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলিকে এখনই ২,০০০ টাকার নোট ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছ RBI। উল্লেখ্য যে, চলতি বছরের মার্চ মাসে বাজারে থাকা এই নোটগুলির মূল্য ছিল ৩.৬২ লক্ষ কোটি টাকা। যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ৬.৭৩ লক্ষ কোটি টাকা।

কবে চালু হয় ২,০০০ টাকার নোট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন প্রচলিত ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিল করেছিলেন। পরবর্তীতে ২,০০০ হাজার টাকার নোট সহ আরও অন্যান্য নোট চালু করা হয়েছিল। এদিকে, নোটবন্দির ঘোষণার সময় সরকার বলেছিল যে দুর্নীতি বন্ধ করতে এবং জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল।

 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর