বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ইতিমধ্যেই গ্রীষ্মের দাবদাহে জর্জরিত মানুষ। এমতাবস্থায়, অনেকেই চাইছেন বাড়িতে নতুন ফ্রিজ এবং এসি কিনতে। তাঁদের কথা মাথায় রেখেই এবার জনপ্রিয় অনলাইন বিপণন সংস্থা Flipkart-এ শুরু হল Super Cooling Days-এর অফার। এই অফারের সাহায্যে আপনি খুব সহজেই বড় ডিসকাউন্ট অথবা এক্সচেঞ্জ অফারে নতুন ফ্রিজ কিনতে পারবেন।
পাশাপাশি, এই সেলে আপনি সাশ্রয়ী মূল্যে Samsung, LG, Whirlpool-এর মতো ব্র্যান্ডের রেফ্রিজারেটরও কিনতে পারেন। শুধু তাই নয়, আপনি এই কেনাকাটার ক্ষেত্রে ন্যূনতম ১,৫০০ টাকার এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। এছাড়াও ব্যবহারকারীরা SBI ক্রেডিট কার্ড এবং EMI লেনদেনের ক্ষেত্রে ১০ শতাংশ হারে তাৎক্ষণিক ছাড় পাবেন। চলুন জেনে নেওয়া যাক এই সেলে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিত তথ্য।
এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের সুবিধা:
ফ্লিপকার্ট সূত্রে জানা গিয়েছে যে, আপনি ৬,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে শীর্ষ ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনতে পারেন। যদিও, এই ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া সর্বনিম্ন দামের রেফ্রিজারেটরের দাম হল ১১,৯৯০ টাকা।এই দামে, আপনি Godrej-এর 2-স্টারের পাশাপাশি ১৮৫-লিটারের ফ্রিজ কিনতে পারবেন। ৪৫০০ টাকার এক্সচেঞ্জ অফারের পাশাপাশি SBI-র কার্ডে ১০% ছাড় রয়েছে। এইভাবে আপনি প্রায় ৫,৫০০ টাকারও কম দামে এই ফ্রিজটি কিনতে পারেন।
সস্তায় মিলছে রেফ্রিজারেটর:
৪৫০০ টাকার এক্সচেঞ্জ অফার সহ, ব্যবহারকারীরা Haier, Whirlpool, Onida এবং অন্যান্য ব্র্যান্ডের রেফ্রিজারেটর কেনার সুবিধা পাবেন। পাশাপাশি, Flipkart-এর এই সেলে, আপনি ৬৪,৯৯০ টাকায় Whirlpool-এর ৫৭০ লিটারের ডাবল ডোর ফ্রিজও কিনতে পারবেন।
অপরদিকে, এই ব্র্যান্ডেরই ১৯০ লিটারের সিঙ্গেল ডোর, 4-স্টার ফ্রিজ ১৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর উপর আবার ১২,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে। অন্যদিকে, Samsung-এর ১৯২ লিটার (2-স্টার) রেফ্রিজারেটরের দাম ১২,৯৯০ টাকা। এছাড়াও, গ্রাহকেরা ২৪,৯৯০ টাকায় Samsung-এর ২৫৩ লিটারের ডবল ডোর ফ্রিজ কিনতে পারবেন। এতেও ১২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে।
AC কেনার ক্ষেত্রেও রয়েছে অফার:
এদিকে, এই সেলে আপনি শুধু রেফ্রিজারেটরেই নয়, পাশাপাশি এয়ার কন্ডিশনার (AC) কেনার ক্ষেত্রেও ছাড় পাচ্ছেন। এই সেল থেকে সাশ্রয়ী মূল্যে স্প্লিট এবং উইন্ডো এসি কিনতে পারেন গ্রাহকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে শুরু হওয়া Flipkart-এর এই সেল আগামী ২৫ এপ্রিল অর্থাৎ সোমবার পর্যন্ত চলবে।