এবার ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ RBI-র! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) তার কাজকর্ম এবং দীর্ঘ ৯০ বছরের সফরকে সামনে রেখে একটি পাঁচ-পর্বের ওয়েব সিরিজ নিয়ে আসার পরিকল্পনা করছে।

ওয়েব সিরিজ নিয়ে আসছে RBI (Reserve Bank Of India):

RBI (Reserve Bank Of India)-এর ৯০ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে একটি ওয়েব সিরিজ তৈরি এবং ডিস্ট্রিবিউশনের জন্য ই-টেন্ডারের মাধ্যমে বিড আমন্ত্রণ জানানোর অফিসিয়াল নথি অনুসারে, এই ওয়েব সিরিজটি প্রায় তিন ঘন্টার হবে। যার প্রতিটি পর্বের সময়কাল ২৫ থেকে ৩০ মিনিটের প্রস্তাব করা হয়েছে। খবর অনুযায়ী, এটি টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।

   

This time, Reserve Bank of India took the initiative to create a web series.

ওয়েব সিরিজের উদ্দেশ্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে তার ৯০ বছর পূর্ণ হয়েছে। এই পাঁচ-পর্বের সিরিজটি দেশের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধি এবং নীতির প্রতি আস্থা তৈরি করার জন্য একটি সংযোগ হিসাবে কাজ করবে। ওয়েব সিরিজের জন্য, RBI আগ্রহী প্রোডাকশন হাউস, টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবের আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন: আয়ের রেকর্ড গড়ল আদানির এই কোম্পানি! হল বিপুল লক্ষ্মীলাভ, হু হু করে বাড়ল শেয়ারের দাম

কেন্দ্রীয় ব্যাঙ্কের ভিশন ও মিশনকে সামনে আনা হবে: এই ওয়েব সিরিজের প্রথম উদ্দেশ্য হল একটি বিস্তৃত এবং আকর্ষক সিরিজ তৈরি করা। যা RBI (Reserve Bank Of India)-এর দীর্ঘ ৯০ বছরের যাত্রায় তার কাজ এবং ক্রিয়াকলাপগুলির একটি গভীর বিষয় প্রদান করে। এই সিরিজটি কেন্দ্রীয় ব্যাঙ্কের ভিশন এবং মিশনকে তুলে ধরবে। এছাড়াও, RBI-এর মূল অর্জন এবং উদ্যোগগুলিকে উপস্থাপিত করার পাশাপাশি চলমান উন্নয়ন এবং সহযোগিতার বিষয়ে তথ্য সরবরাহ করবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ভারতে আর ব্যবসা করবে না WhatsApp? সরকারের সাথে বাড়ছে দূরত্ব, কি হবে ব্যবহারকারীদের?

এটি কমিউনিকেশন ডিভাইস হিসেবে কাজ করবে: RBI (Reserve Bank Of India) বলেছে যে এই সিরিজের লক্ষ্য হল জটিল আর্থিক ধারণাগুলিকে আরও বৃহত্তর দর্শকদের কাছে সহজলভ্য এবং আকর্ষণীয় করে তোলা। যার ফলে আর্থিক সাক্ষরতায় অবদান রাখা যাবে। এই সিরিজটি কেন্দ্রীয় ব্যাঙ্কের জন্য একটি মূল্যবান কমিউনিকেশন ডিভাইস হিসেবেও কাজ করবে। এছাড়াও, RBI-র নীতি ঘোষণা এবং কৌশলগত বার্তাগুলিকে সমর্থন করার পাশাপাশি বৃহত্তর জনসাধারণের সম্পৃক্ততা এবং অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বোঝার ক্ষেত্রেও সদর্থক ভূমিকা পালন করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর