ফের হবে চার-ছয়ের বন্যা! এবার এই লিগে খেলতে নামবেন সচিন, সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে T20 ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই ফরম্যাটের শুরু থেকে, অনেক ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হয়েছে। যেগুলি শুধুমাত্র অ্যাক্টিভ খেলোয়াড়দেরই নয় বরং অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরও তাঁদের প্রতিভা ফের প্রদর্শনের সুযোগ দেয়। এমনই আরেকটি লিগ এবার শুরু হতে চলেছে। যার নাম ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিকেটের ঈশ্বর তথা ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারও (Sachin Tendulkar) এই লিগে খেলবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, সুনীল গাভাস্কারকে এই লিগের কমিশনার করা হয়েছে। এই লিগের ম্যাচগুলি সম্পন্ন হবে মুম্বাই, লখনউ এবং রায়পুরে।

এই লিগে খেলবেন সচিন (Sachin Tendulkar):

জানিয়ে রাখি যে, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ (IML) হবে একটি বার্ষিক T20 ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে প্রাথমিকভাবে ক্রিকেট খেলে এমন ৬ টি দেশের খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। তার মধ্যে রয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে একাধিক অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ক্রিকেটারদের দেখা যাবে। যার ফলে ক্রিকেট অনুরাগীরা ফের তাঁদের প্রিয় তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবেন। এদিকে, এই টুর্নামেন্টে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) “প্রত্যাবর্তন” লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আগ্রহের সঞ্চার করেছে। তাঁরা প্রত্যেকেই ২২ গজের পিচে সচিনের ব্যাটের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

   

This time Sachin Tendulkar will play in this league.

কি জানিয়েছেন সচিন: এদিকে, IML প্রসঙ্গে সচিন (Sachin Tendulkar) জানিয়েছেন বর্তমানে, ক্রিকেটের জনপ্রিয়তা শুধু ভারতেই নয় বরং সারা বিশ্বে বাড়ছে। গত এক দশকে, T20 ক্রিকেট খেলার প্রতি নতুন অনুরাগীদের আকৃষ্ট করে দ্রুত গ্রহণ করা হচ্ছে। এখন সব বয়সের অনুরাগীরা নতুন ফরম্যাটে পুরনো খেলোয়াড়দের খেলা দেখতে পারবেন।

আরও পড়ুন: মুকেশ আম্বানি দিচ্ছেন দীপাবলির উপহার! মাত্র ১৩ হাজার টাকায় মিলছে iPhone 16

তিনি (Sachin Tendulkar) আরও জানান, “খেলোয়াড়রা কখনোই মনে মনে অবসর নেন না। বরং, তাঁরা মাঠে ফিরতে মরিয়া থাকেন। আমরা ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগকে আবেগপ্রবণ ভক্ত এবং প্রতিযোগী ক্রিকেটারদের মিলনস্থল হিসেবে কল্পনা করেছি। আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ই ছন্দে ফিরে আসবেন এবং কঠোর প্রস্তুতি নেবেন। আমরা যখন আমাদের দেশের প্রতিনিধিত্ব করি তখন আমরা সবাই আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই এবং জেতার চেষ্টা করি।”

আরও পড়ুন: রেকর্ডের পর রেকর্ড! এবার সচিনকে টপকে গেলেন কোহলি, গড়লেন “বিরাট” ইতিহাস

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন: প্রসঙ্গত উল্লেখ্য যে, সচিন (Sachin Tendulkar) দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট মাঠে তাঁর দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ২০১৩ সালে অবসর নেন তিনি। টেস্ট ও ODI-তে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে তাঁর। এছাড়াও, টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছেন তিনি। এই কিংবদন্তি খেলোয়াড় তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৬৬৪ টি ম্যাচ খেলেন এবং তিনি ৩৪,৩৫৭ রান করেন। যার মধ্যে ১০০ টি সেঞ্চুরি এবং ১৬৪ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তেন্ডুলকার আন্তর্জাতিক পর্যায়ে মাত্র ১ টি T20 ম্যাচ খেলেছেন। কিন্তু তিনি IPL-এ বেশ কয়েকটি মরশুম খেলেছেন এবং সেঞ্চুরিও করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর