গ্রাহকদের জন্য সুখবর! এবার এই বড়সড় নজির গড়ল SBI

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক SBI (State Bank Of India) তাদের প্রথম ত্রৈমাসিকের ফলাফল সামনে এনেছে। এমতাবস্থায়, শুক্রবার প্রকাশিত এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে দুর্দান্ত আয় করেছে। স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে দেওয়া তথ্য অনুসারে, SBI-এর নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে ১৭৮ শতাংশ বেড়েছে। এদিকে, ব্যাঙ্কের সুদের আয় বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ।

নিট মুনাফায় ব্যাপক বৃদ্ধি: স্টেট ব্যাঙ্ক জুন ২০২৩-এর ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করে জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ১৭৮.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬,৮৮৪.২৯ কোটি টাকা হয়েছে। এদিকে, গত বছরের এই একই ত্রৈমাসিকে SBI-এর নিট মুনাফার পরিমাণ ছিল ৬,০৬৮.০৮ কোটি টাকা। পাশাপাশি, এবার ব্যাঙ্কের নিট ইন্টারেস্ট ইনকাম ওই সময়ের মধ্যে ২৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮,৯০৫ কোটি টাকা হয়েছে। যা গত বছরের এই ত্রৈমাসিকে ৩১,১৯৬ কোটি টাকা ছিল।

বিশ্লেষকদের অনুমানের চেয়ে ভালো ফলাফল: জানিয়ে রাখি যে, SBI দ্বারা উপস্থাপিত এই ত্রৈমাসিক ফলাফল বিশ্লেষকদের অনুমানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিজনেস টুডে-র একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বিশ্লেষকরা জুন ত্রৈমাসিকে SBI-এর নিট মুনাফা ১২০ থেকে ১৬০ শতাংশের মধ্যে হবে বলে আশা করেছিলেন।

তথ্য অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিন (NIM) প্রথম ত্রৈমাসিকে ২৪ বেসিস পয়েন্ট বেড়ে ৩.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। যা এক বছর আগের ত্রৈমাসিকে ৩.২৩ শতাংশ ছিল। তবে, সর্বশেষ NIM পরিসংখ্যান মার্চ ২০২৩-এ শেষ হওয়া ত্রৈমাসিকে ৩.৮৪ শতাংশ থেকে ৩৭ বেসিস পয়েন্ট কমেছে।

অ্যাসেট কোয়ালিটিতে বড় পরিবর্তন: এদিকে, এই ব্যাঙ্কের অ্যাসেট কোয়ালিটির বিষয়ে বলতে গেলে জানাতে হয়, SBI Gross NPA জুন ত্রৈমাসিকে মোট ঋণের ২.৭৬ শতাংশে নেমে এসেছে। মার্চ ত্রৈমাসিকে এটি ২.৭৮ শতাংশ এবং এক বছর আগের একই ত্রৈমাসিকে এটি ৩.৯ শতাংশে দাঁড়িয়েছিল। অর্থাৎ এই হিসেব অনুযায়ী, Gross NPA এক বছর আগের তুলনায় ১১৫ বেসিস পয়েন্ট কমেছে। SBI দ্বারা করা প্রভিজনিং জুন ত্রৈমাসিকে ২,৫০১ কোটি টাকায় নেমে এসেছে। গত বছরের একই ত্রৈমাসিকে এটি ছিল ৪,৩৯২ কোটি টাকা।

This time SBI made a great profit

প্রভাব পড়েনি শেয়ারে: উল্লেখ্য যে, দেশের সবথেকে বড় ব্যাঙ্কের এহেন চমকপ্রদ ফলাফলের প্রভাব SBI-এর শেয়ারে দেখা যায়নি। SBI-এর স্টক শুক্রবার দুপুর ৩ টে ১৪ মিনিটে ২.৭৬ শতাংশ হ্রাস পেয়ে ৫৭৪.২০ টাকার স্তরে ট্রেড করছিল। জানিয়ে রাখি যে, এই খবর লেখা পর্যন্ত শেয়ার বাজারের উভয় সূচকই সবুজ চিহ্নে ছিল। এদিকে, BSE-র ৩০-শেয়ার সেনসেক্স ৫১২.৯৮ পয়েন্ট বেড়ে ৬৫,৭৫৩.৬৬-এ ট্রেড করছে। পাশাপাশি, NSE-র নিফটি ১৪৮.৭০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯,৫৩০ ৩৫ টাকায় ছিল।

(বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে যেকোনো বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর