করোনার কারনে বড়সড় আর্থিক ধাক্কা খেয়েছে অস্ট্রালিয়া ক্রিকেট বোর্ড। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামাল দিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কাছে প্রস্তাব রেখেছে ভারতের যে অস্ট্রেলিয়া সফর রয়েছে সেই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ করার। তবে কি এবার বর্ডার- গাভাস্কার টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের হতে চলেছে? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সে সফরে গিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বিরাট কোহলিদের। তবে এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে বিশ্বজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এই সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, অস্ট্রেলিয়া সফরে গিয়ে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে রাজি বিরাট কোহলিরা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, এই ব্যাপারে মুখ খুলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন যে, এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কোনো ভাবেই সম্ভব নয়। কারণ টেস্ট সিরিজ ছাড়াও এই সফরে রয়েছে ওয়ানডে সিরিজ। এছাড়াও অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাট কোহলিদের। এমনিতেই এই সফর খুব লম্বা হতে চলেছে তাই এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।