বাবার পর এবার সত্যি সামনে আনলেন ‘আমরেলা গার্ল’ সুদীপ্তা! ভিডিও পোস্টের মাধ্যমে জানালেন সবকিছু

বাংলা হান্ট ডেস্ক: গত ১০ জুন প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। কিন্তু, এই ফলপ্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু করে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভও দেখাতে থাকে তারা। এমতাবস্থায়, ঠিক সেইরকমই এক বিক্ষোভে সামিল হয়েছিলেন নদীয়ার সুদীপ্তা বিশ্বাস। পাশাপাশি, তাঁরা অভিযোগ জানান যে, ফলাফল অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানে তাঁরা লেটার মার্কস পেলেও ইংরেজিতে তাঁদের ফেল করিয়ে দেওয়া হয়।

আর সেই কারণেই প্রতিবাদের জন্য বিক্ষোভের পথ বেছে নেন তাঁরা। কিন্তু, সেই বিক্ষোভে সামিল হয়েই যে তাঁর সাথে এতকিছু ঘটে যাবে তা আদৌ কল্পনা করেননি তিনি। এমনকি, এখনও তিনি খবরের শিরোনামের পাশাপাশি, নেটমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

মূলত, ওই বিক্ষোভ চলাকালীন সুদীপ্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই এক সাংবাদিক তাঁকে “Umbrella” বানানটি ইংরেজিতে বলতে বলেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। বহু চেষ্টার পরে কোনোমতে সুদীপ্তা “Amrela” বলতে সমর্থ হন। আর তারপর থেকেই চরমতম ট্রোলের শিকার হতে হয় তাঁকে। পাশাপাশি, নেটমাধ্যমেও তাঁকে ঘিরে তৈরি হয় হাজার হাজার মিম এবং ভিডিও। এমনকি, একটা সময়ে তিনি “আমরেলা গার্ল” হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। পাশাপাশি, তাঁর পুরোনো কিছু রিল ভিডিওর প্রসঙ্গ তুলে এনেও সুদীপ্তার সমালোচনা করেন নেটিজেনরা।

এমতাবস্থায়, সুদীপ্তা এবার এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি, একটি ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, তাঁকে ঘিরে এমন কিছু ভিডিও বানানো হয়েছে যেখানে তাঁর নামে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এমনকি, তাঁর পরিবারের সদস্যদের যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, কিছুদিন আগেই সুদীপ্তা মারা গিয়েছেন দাবি করে অনেকেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই ঘটনারও প্রতিবাদ জানান তিনি।

এর পাশাপাশি নিজের ভাইকে “বয়ফ্রেন্ড” বানিয়ে দিয়েও বেশ কিছুজন ভিডিও তৈরি করেছেন বলে জানান সুদীপ্তা। এক কথায়, তিনি তাঁর নামে বলা মিথ্যে এবং ভুল তথ্য পরিবেশনের জন্য প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি, তিনি এও জানান যে, অবসর পেলে তিনি রিল বানাতে ভালোবাসেন। তবে, তাঁর পরিবারের সদস্যদের যেভাবে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে সেই ঘটনার তীব্র বিরোধিতা করেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর