চিনকে ঝটকা দিলো TATA, আচমকাই করল বড় ধামাকা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ (Tata Group) চিনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo-র ভারতীয় ব্যবসায় বেশিরভাগ অংশীদারিত্ব কেনার পরিকল্পনা স্থগিত করেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকান কোম্পানি Apple এই চুক্তিতে আপত্তি জানিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের অর্থবর্ষে Vivo-র ভারতীয় ইউনিটের রেভিনিউ ছিল ৩০,০০০ কোটি টাকা।

টাটা গ্রুপ (Tata Group) নিল বড় সিদ্ধান্ত:

কিন্তু সরকারের তরফ থেকে ওই কোম্পানির ওপর চাপ রয়েছে যে এর নিয়ন্ত্রণ যেন ভারতীয় কোম্পানির কাছে থাকে। এই কারণে Vivo তার ভারতীয় ইউনিটের ৫১ শতাংশ শেয়ার টাটা গ্রুপের (Tata Group) কাছে বিক্রি করার কথা ভাবছিল। যদিও, Apple এই চুক্তিতে সন্তুষ্ট ছিল না। কারণ টাটা গ্রুপ তাদের ডিভাইস তৈরি করছে।

   

This time Tata Group gave a big shock to China.

একটি সূত্র জানিয়েছে যে, Apple-এর আপত্তির কারণেই Vivo ইন্ডিয়াতে বেশিরভাগ অংশীদারিত্ব নেওয়ার বিষয়ে টাটা গ্রুপের (Tata Group) পরিকল্পনা সফল হয়নি। সূত্রটি বলেছে যে টাটা গ্রুপ Apple-এর একটি প্রধান ম্যানুফ্যাকচারিং পার্টনার। এদিকে, Apple এবং Vivo হল প্রতিদ্বন্দ্বী। এমন পরিস্থিতিতে Apple এই চুক্তিতে অসন্তুষ্ট ছিল। সম্ভবত এই কারণেই টাটা এবং Vivo-র মধ্যে আলোচনা বন্ধ হয়েছে। সূত্রটির মতে, এখন এই বিষয়ে পুনর্বিবেচনার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: ১-২ নয়, ক’জন সন্তানের বাবা Telegram-এর CEO? জানলে উঠবেন আঁতকে

জানিয়ে রাখি যে, চিনা কোম্পানিগুলি ভারতে তাদের কন্ট্রোলিং স্টেক বিক্রি করে তাদের ব্যবসায় স্থানীয় অংশীদারদের জড়িত করার কথা বিবেচনা করছে। এই সিদ্ধান্ত তাদের ফান্ডিংয়ের পথ সহজ করে দেবে। এদিকে, মোদী সরকার বর্তমানে ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে নেওয়া দেশগুলি থেকে আসা বিনিয়োগগুলি ঘনিষ্ঠভাবে যাচাই করছে। যার ফলে চিনা কোম্পানিগুলির অসুবিধা বেড়েছে।

আরও পড়ুন: “হুমকি পেয়েও আমরা….”, ভারতীয় দলের প্রসঙ্গ টেনে এবার বোমা ফাটালেন আফ্রিদি, জানালেন….

এছাড়াও, ব্যবসায় একটি নির্ভরযোগ্য স্থানীয় অংশীদার থাকা চিনা কোম্পানিগুলিকে সরকারের “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হতে সাহায্য করবে। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এর ফলে চিনা কোম্পানিগুলিকে রেগুলেটরি অ্যাকশন এড়াতে সাহায্য করবে এবং তাদের ভিসা অ্যাক্সেস সহজ হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর