ভারত কাঁপিয়ে এবার এই দেশে বাজিমাত করতে চলেছে টাটা! করছে ৪২,৫০০ কোটির বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে টাটা গ্রূপের (Tata Group) বিভিন্ন কোম্পানির শেয়ারে উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। যার ফলে লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। তবে, সংশ্লিষ্ট কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধি কিন্তু এমনি এমনি ঘটছে না। বরং, কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিপ্রেক্ষিতেই ঘটছে এই ঘটনা। এমতাবস্থায়, এবার টাটা গ্রুপ শুধু দেশেই নয় বিদেশেও আরেকটি বড় প্রকল্প অধিগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে।

৪ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ: এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, টাটা গ্রুপ গত বৃহস্পতিবার জাগুয়ার ল্যান্ড রোভার এবং অন্যান্য গাড়ি প্রস্তুতকারীদের জন্য ব্যাটারি তৈরি করার লক্ষ্যে ৪ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,৫০০ কোটি টাকা) বিনিয়োগের মাধ্যমে একটি কারখানা স্থাপনের ঘোষণা করেছে।

নির্বাচন করা হয়েছে জায়গা: মূলত, টাটা সন্স (Tata Sons) বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি বা গিগাফ্যাক্টরির জন্য দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সমারসেট অঞ্চলে অবস্থিত ব্রিজওয়াটারকে বেছে নিয়েছে।

টাটার প্রথম কারখানা: এদিকে, ৪০ গিগাওয়াটের এই গিগাফ্যাক্টরিকে ইউরোপের বৃহত্তম এবং ভারতের বাইরে টাটার প্রথম কারখানা হিসেবে দাবি করা হচ্ছে।

ব্রিটেন সরকারের সমর্থন: উল্লেখ্য যে, টাটা ব্রিটেনের কাছে ৫০ কোটি পাউন্ডের সরকারি সাহায্য চেয়েছে। এই সহায়তায় সমারসেট কারখানার উচ্চ শক্তির ব্যবহার থেকে শুরু করে সংশ্লিষ্ট সাইটে রাস্তার উন্নতি সহ বিভিন্ন দিক সামিল রয়েছে।

কর্মসংস্থানের সুযোগ: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। যা সামগ্রিকভাবে ব্রিটেনের অর্থনীতিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

এদিকে, বৈদ্যুতিক যানবাহনের জন্য টাটার ব্যাটারি তৈরির কারখানা স্থাপনের ফলে এই গ্রুপের বেশ কয়েকটি কোম্পানি উপকৃত হতে পারে। এমতাবস্থায়, সবথেকে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে টাটা মোটরস (Tata Motors)-এর উপর। যেটির কাছে জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর মালিকানা রয়েছে।

এছাড়াও, যদি ব্যাটারি প্ল্যান্টটি বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি কর্মদক্ষতা বাড়াতে বা ব্যাটারির গুণমান উন্নত করতে সাহায্য করে, সেক্ষেত্রে এর ফলে টাটা মোটরস এবং JLR দ্বারা আরও বৈদ্যুতিক যান তৈরি হতে পারে। যার ফলে বিক্রয় বৃদ্ধি সহ আর্থিক দিকটিও উন্নত হবে।

This time Tata is going to invest heavily in this country

পাশাপাশি, টাটা পাওয়ার যেটি বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামোর উপর ক্রমবর্ধমান ফোকাসের একটি প্রধান অংশ হয়ে রয়েছে তারাও বৈদ্যুতিক যানবাহনের সম্প্রসারণের ক্ষেত্রে এই ধরণের উদ্যোগ থেকে সম্ভাব্য লাভবান হতে পারে। যদিও, এই সংস্থাগুলির শেয়ারের মূল্য বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। অর্থাৎ, শুধুমাত্র এই ব্যাটারি প্ল্যান্ট স্থাপনের উপর এটি নির্ভরশীল নয়। এর মধ্যে রয়েছে সামগ্রিক বাজারের অবস্থা, উদ্যোগের বাস্তবায়ন, বৈদ্যুতিক গাড়ির চাহিদার পরিবর্তন এবং অন্যান্য কারণ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর