একলাফে দাম কমবে ৯০ লক্ষ টাকা! এবার ভারতের মাটিতে Range Rover তৈরি করবে টাটা মোটরস

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর খুশি হবেন গাড়ি প্রেমীরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শীঘ্রই ভারতের (India) মাটিতে তৈরি হতে চলেছে রেঞ্জ রোভারের (Range Rover) মতো বিলাসবহুল গাড়ি। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও টাটা মোটরসের (Tata Motors) সৌজন্যেই দেশে তৈরি হতে চলেছে এই গাড়ি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে জাগুয়ার ল্যান্ড রোভারের এই বিলাসবহুল গাড়িগুলির দাম লাফিয়ে কমে যাবে অনেকটাই।

ভারতে বিক্রি বাড়বে: ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, দেশে রেঞ্জ রোভার সিরিজের উৎপাদন শুরু করা হলে জাগুয়ার ল্যান্ড রোভারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি তিনি আরও জানান যে, “সামগ্রিকভাবে এটি আমাদের জন্য একটি বিশেষ সময়। ভারতে রেঞ্জ রোভার সিরিজের উৎপাদন শুরু করতে পেরে আমরা সত্যিই গর্বিত। পাশাপাশি, আমরা আশাবাদী যে ভারতে উৎপাদন শুরু হওয়ার পর রেঞ্জ রোভারের বিক্রি আরও বৃদ্ধি পাবে।”

   

This time Tata Motors will make Range Rover in India.

৯০ লক্ষ টাকা পর্যন্ত দাম কমবে রেঞ্জ রোভারের: জানিয়ে রাখি, টাটা মোটরসের মালিকানাধীন ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভারের তরফে এই প্রথমবার ব্রিটেনের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায়, কোম্পানির অত্যন্ত জনপ্রিয় গাড়ি রেঞ্জ রোভার এবার তৈরি হতে চলেছে ভারতে। এতদিন পর্যন্ত এই গাড়ি শুধুমাত্র ব্রিটেনেই তৈরি হত এবং সমগ্র বিশ্বজুড়ে রপ্তানি করা হত। এমতাবস্থায়, এই গাড়িটি কেনার ক্ষেত্রে ভারতে বিপুল অর্থ খরচ করতেন গ্রাহকেরা। যদিও, এবার দেশে এই গাড়ির উৎপাদন শুরু হলে বিলাসবহুল রেঞ্জ রোভারের দাম কমে যাবে প্রায় ২০ শতাংশ।

আরও পড়ুন: এখনও বাকি ফাইনাল! তার আগেই KKR শিবির ছাড়লেন গম্ভীর? সামনে এল কারণ

আমাদের দেশে রেঞ্জ রোভার মডেলের দাম শুরু হয় ৬৮ লক্ষ টাকা থেকে। যেগুলির দাম রয়েছে ৪.৫ কোটি টাকা পর্যন্ত যায়। এমন পরিস্থিতিতে, যদি দাম ২০ শতাংশ কমে যায় সেক্ষেত্রে সামগ্রিকভাবে মডেলগুলির দাম ১৫ থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত হ্রাস পাবে। এদিকে, জাগুয়ার ল্যান্ড রোভার সূত্র জানা গিয়েছে, তাঁরা পুণের প্ল্যান্টে সমস্ত রেঞ্জ রোভার মডেলের অ্যাসেম্বেল শুরু করবে। আর এর ওপর ভর করেই গাড়ির দাম ১৮ থেকে ২২ শতাংশ কমতে পারে।

আরও পড়ুন: IPL-এর ফাইনালে “ভিলেন” হবে বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? রয়েছে এই বিশেষ নিয়ম

এর পাশাপাশি সংস্থা এটাও জানিয়েছে যে, রেঞ্জ রোভার স্পোর্টের ডেলিভারিও চলতি বছরের অগাস্ট মাস থেকে শুরু হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের সামগ্রিকভাবে জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ার এমডি রাজন আম্বা জানিয়েছেন যে, এই প্রথমবার ব্রিটেনের বাইরে উৎপাদন শুরু করতে চলেছে জাগুয়ার ল্যান্ড রোভার। যেটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য যে, সংস্থার রেঞ্জ রোভার সিরিজটি প্রায় ৫৪ বছর ধরে বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। জানিয়ে রাখি, গত অর্থবর্ষে জাগুয়ার ল্যান্ড রোভার ভারতে ৪,৪৩৬ টি গাড়ি বিক্রি করেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই সংস্থার বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮১ শতাংশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর