আর কিনতে হবে না ৪০, ৫০ টাকায়! আজ থেকে মাত্র ২৯ টাকায় চাল বিক্রি করবে কেন্দ্র, মিলবে এই জায়গাগুলিতে

বাংলা হান্ট ডেস্ক: গত এক বছরে ভারতে (India) চালের খুচরো দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এমন পরিস্থিতিতে এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গ্রাহকদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ভারত সরকার (Government Of India) সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি শুরু করছে। শুধু তাই নয়, সরকার মঙ্গলবারই এটি লঞ্চ করবে। এমতাবস্থায়, এই চালের নাম দেওয়া হয়েছে Bharat Rice।

মূলত, এর মাধ্যমে গ্রাহকদের কেজি প্রতি ২৯ টাকায় চাল দেওয়া হবে। পাশাপাশি, ভর্তুকিযুক্ত চাল ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে। জানিয়ে রাখি যে, গত এক বছরে চালের খুচরো বাজারে দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি। এমতাবস্থায়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ভ্রুকুটি থেকে কিছুটা স্বস্তি দিতেই সরকার নিচ্ছে বড় পদক্ষেপ

ভালো সাড়া পাবে Bharat Rice: এই প্রসঙ্গে একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল রাজধানীর কর্তব্য পথে Bharat Rice-এর লঞ্চ করবেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) এবং দু’টি সমবায় সমিতি, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NAFED) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়ার (NCCF) পাশাপাশি কেন্দ্রীয় ভান্ডারের খুচরো চেইন ৫ লক্ষ টন চালের ফেজ-১ শুরু করবে।

This time the center will sell rice for only 29 rupees

এই সংস্থাগুলি ৫ কেজি এবং ১০ কেজিতে চাল প্যাক করবে এবং “Bharat” ব্র্যান্ডের অধীনে তাদের আউটলেটের মাধ্যমে খুচরো বিক্রি করবে। পাশাপাশি, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও এই চাল বিক্রি করা হবে। মূলত, ওপেন মার্কেট সেল স্কিম (OMSS)-এর মাধ্যমে সমান হারে পাইকারি ব্যবহারকারীদের কাছে চাল বিক্রির বিষয়ে দুর্বল প্রতিক্রিয়া পাওয়ার পরে সরকার FCI চালের খুচরো বিক্রয়ের পন্থা অবলম্বন করছে।

আরও পড়ুন: এবার নজর Paytm-এর দিকে? কিনে নেওয়ার পরিকল্পনা আম্বানির! বড় তথ্য জানিয়ে দিল Jio

এমতাবস্থায়, সরকার “Bharat Rice”-এর জন্য ভালো সাড়া পাওয়ার আশা করছে। কারণ ইতিমধ্যেই এইভাবে এটা ও ছোলা বিক্রির মাধ্যমে সরকার ভালো প্রতিক্রিয়া পেয়েছে। উল্লেখ্য যে, ২০২৩-২৪ সালে রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং বাম্পার উৎপাদন সত্বেও খুচরো মূল্য এখনও নিয়ন্ত্রণে নেই। এমন পরিস্থিতিতে, সরকার খুচরো ও পাইকারি বিক্রেতা, প্রসেসর এবং বড় খুচরো চেইনদের মজুত প্রতিরোধে তাদের স্টক প্রকাশ করতে বলেছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় পদক্ষেপ! বাড়ানো হচ্ছে ট্রেনের স্টপেজ এবং কোচ, ঘোষণা পূর্ব রেলের

এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সময়ে যেখানে সরকার ৮০ কোটি দরিদ্র রেশন কার্ডধারীদের বিনামূল্যে FCI চাল সরবরাহ করে সেখানে FCI চালে উচ্চ মুদ্রাস্ফীতি প্রভাব ফেলবে না। কারণ FCI-এর বিশাল মজুত রয়েছে এবং OMSS-এর মাধ্যমে তারা শস্য বিক্রি করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর