বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আগামী নভেম্বর মাসে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। তবে, এবার নভেম্বরের বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে দিলেন তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao)।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গ্যাসের দাম থেকে শুরু করে কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম মানুষজনদের জন্যও বড় ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তবে, চমক কিন্তু এখানেই শেষ নয়, নির্বাচনী ইস্তেহারে ভারত রাষ্ট্র সমিতি ১৫ লক্ষ টাকার বিমা দেওয়ার বিষয়টিও সামনে এনেছে।
কি কি বলা হয়েছে: ওই ইস্তেহারে সমাজের সর্বস্তরের মানুষদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফে। যার মধ্যে রয়েছে কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের বিষয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কৃষকদের প্রতি একরের জন্য ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে কমিয়ে ৪০০ টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও, এই সুবিধা পাবেন বিপিএল ও সাংবাদিকরা।
আরও পড়ুন: রিকশায় বসে চালকের গোপনাঙ্গে বারংবার হাত মহিলা যাত্রীর, তারপরে যা ঘটল….ভাইরাল ভিডিও
এদিকে, শারীরিকভাবে অক্ষম মানুষদেরকে প্রতিমাসে দেওয়া হবে ৬,০০০ টাকা। মোট ৫ লক্ষ ৩৫ হাজার প্রতিবন্ধী এই টাকা পাবেন। এছাড়াও, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১১৯ টি স্কুল তৈরি করার বিষয়টিও সামনে আনা হয়েছে।
আরও পড়ুন: বোনাসের পর ফের সুখবর! সিভিক থেকে এবার সরাসরি পুলিশ? পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে বড় সিদ্ধান্ত
পাশাপাশি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আরও জানিয়েছেন যে, ওই রাজ্যের গরিব মানুষের সামাজিক সুরক্ষা যোজনার ক্ষেত্রে প্রতিমাসে ২,০১৬ টাকার পরিবর্তে দেওয়া হবে ৫,০০০ টাকা। এমতাবস্থায়, প্রথম বছরে তা বাড়িয়ে করা হবে ৩,০১৬ টাকা। তারপর পাঁচ বছরে ধাপে ধাপে বাড়িয়ে এটি ৫,০০০ টাকা করা হবে বলেও জানা গিয়েছে।