বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে (India) রেল ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। শুধু তাই নয়, ইতিমধ্যেই সফর শুরু করেছে বন্দে ভারতের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন। কিন্তু, এই বন্দে ভারত ট্রেন যাঁর মস্তিষ্কপ্রসূত সেই সুধাংশু মনি এবার রেলের সমালোচনায় সরব হলেন। জানিয়ে রাখি যে, রেলের প্রাক্তন অফিসার সুধাংশু মনি স্পষ্ট জানিয়েছেন যে, বন্দে ভারত ট্রেনগুলিতে কেন্দ্রীয় সরকারের অনেক মনোযোগ রয়েছে। এখনও পর্যন্ত প্রায় সমস্ত রাজ্যই তাদের বন্দে ভারত ট্রেন পেয়েছে। কিন্তু, মনি বলেছেন যে, রেল সাধারণ যাত্রীদের চাহিদার দিকে মনোযোগ না দিয়ে ভুল করেছে।
তাঁর মতে, গত কয়েক বছরে, সরকারের ফোকাস বন্দে ভারতের দিকে রয়েছে। তবে সেই সমস্ত সাধারণ যাত্রীদের চাহিদা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া হয়েছে যাঁদের এসি কোচে ভ্রমণের সামর্থ্য নেই। ভারতীয় রেলওয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা সুধাংশু মনি বলেছেন বন্দে ভারত সেইসব যাত্রীদের জন্য একটি ভালো বিকল্প, যাঁরা আরামে সফর করার জন্য একটু বেশি অর্থ দিতে ইচ্ছুক।
এদিকে তিনি এটাও বলেন যে, সাধারণ মানুষের কাছে এটা শুধু আরামের বিষয় নয়, মর্যাদার বিষয়ও বটে। মনি সম্প্রতি একটি পডকাস্টে জানিয়েছেন “তাঁদের জন্যও ব্যবস্থা করতে হবে। যা আগে ছিল না এবং আজ আরও খারাপ হতে পারে।” তাঁর মতে, রেলের ফোকাস বন্দে ভারতে ছিল এবং এটি প্রশংসিত হয়েছিল। তবে সাধারণ যাত্রীদের চাহিদা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া হয়। মনি জানান, এটি নির্বাচনে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি, তবে এটি অবশ্যই একটি প্রতিকূল বর্ণনা তৈরি করেছে। বিরোধীরা এর সুযোগ নিয়েছে এবং দাবি করেছে যে সাধারণ মানুষের দিকে নজর না দিয়ে শুধুমাত্র অভিজাত যাত্রীদের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৮০০ বছর পর প্রাণ ফিরে পেল নালন্দা ইউনিভার্সিটি! নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও জানান যে, “বন্দে ভারত হল একটি পৃথক স্বত্বা, এটি চালিয়ে যাওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষকে ভুলে গেলে চলবে না। কোথাও কোথাও ভুল করেছে রেল। এই ভুল সংশোধনের জন্য রেলওয়ে এসি কোচের উৎপাদন কমিয়ে নন-এসি কোচের উৎপাদন বাড়াচ্ছে। আমার মতে এটাও ভুল। এখন আরও বেশি এসি কোচ তৈরি করা উচিত। তবে, সাধারণ মানুষের জন্য তৈরি কোচের সংখ্যা পুনরুদ্ধার এবং বৃদ্ধি করা প্রয়োজন। এখন মনোযোগ এই দিকে থাকা উচিত।”
আরও পড়ুন: কেশিয়াড়িতে বিডিওর ডাকা বৈঠকে উপস্থিত হতেই বিজেপি নেত্রীকে তুমুল মারধর, ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
সুধাংশু মনি আরও বলেন, এখন এসি কোচ তৈরির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, যার কারণে নন-এসি কোচ কমে গেছে। তিনি পীযূষ গয়ালের আমলে এবং তারপরেও একটি ঘোষণার কথা স্মরণ করেন। যেখানে বলা হয়েছিল, ধীরে ধীরে সমস্ত ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত হবে। তিনি বলেন, কম ভাড়ায় সবাইকে এসির সুবিধা দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। বরং, সমালোচনার কারণে, সরকার নীতি পাল্টে এসি কোচ কম এবং নন-এসি কোচ বেশি করেছে। কিন্তু এই পরিবর্তনটা এসেছে একটু দেরিতে।