চাকরিজীবীদের জন্য বড়সড় সুখবর! এবার EPF-এ সুদের হার বাড়াল সরকার, জানুন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরিজীবীদের জন্য বড়সড় সুখবর সামনে এল। জানা গিয়েছে, সরকারের তরফে এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (Employees’ Provident Fund, EPF) সুদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই সোমবার ২০২২-২৩ অর্থবর্ষের জন্য নতুন সুদের হারে কেন্দ্রের তরফে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, এবার থেকে EPFO-র প্রত্যেক অফিসকে কর্মীদের ৮.১৫ শতাংশ হারে সুদ জমা দিতে হবে।

কি জানিয়েছে সরকার: প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই সুদ বৃদ্ধির প্রসঙ্গে জানিয়েছে যে ” ২০২২-২৩ সালের জন্য EPF স্কিমের অন্তর্ভুক্ত প্রতিটি সদস্যের অ্যাকাউন্টে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইতিমধ্যেই EPFO-কে ওই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, EPFO ট্রাস্টিরা চলতি বছরের শুরুতেই প্রভিডেন্ট ফান্ডের সুদ বৃদ্ধির বিষয়ে বৈঠকে বসেছিল। এমতাবস্থায়, অর্থ মন্ত্রকের তরফে এই সংগঠনের সুদ বৃদ্ধিতে সম্মতি দেওয়া হয়। এদিকে, সোমবারের এই বিজ্ঞপ্তির পরে, EPFO ফিল্ড অফিসগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা করার প্রক্রিয়া শুরু করবে বলেও জানা গিয়েছে।

অতীতে সুদের হার: মূলত, গত বছরের মার্চ মাসে EPFO সুদের হার কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি, ২০২১-২২ অর্থবর্ষে EPF-এ সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করা হয়। এমনকি, এটি চার দশকের মধ্যে সর্বনিম্ন হার ছিল। উল্লেখ্য যে, এই তহবিলে প্রতি মাসে একজন বেতনভুক্ত কর্মচারী তাঁদের উপার্জনের ১২ শতাংশ জমা দেন।

এদিকে, কর্মীদের পাশাপাশি মালিকপক্ষও ১২ শতাংশ অবদান জমা করেন। এর মধ্যে নিয়োগকর্তার পক্ষ থেকে ৩.৬৭ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা করা হয়। বাকি ৮.৩৩ শতাংশ কর্মচারী পেনশন স্কিম (EPS)-এ অন্তর্ভুক্ত হয়। পাশাপাশি, EPF স্কিম বেতনভুক্ত কর্মচারীদের জন্য সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে।

This time the government increased the interest rate on EPF

এই তহবিল পরিচালনা করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation, EPFO)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্মচারীদের অবসরকালীন সুবিধা ছাড়াও অবসর গ্রহণের পরে আর্থিক নিরাপত্তা প্রদান করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর