বাংলা হান্ট ডেস্ক: রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সুবিধা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের তরফে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ। এমতাবস্থায়, একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এবার উজ্জ্বলা যোজনার ১.৭৫ কোটি সুবিধাভোগীকে বিনামূল্যে দু’টি এলপিজি সিলিন্ডার (LPG Cylinders) দেওয়ার পরিবর্তে, উত্তরপ্রদেশ সরকার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে।
পাশাপাশি, জানা গিয়েছে একটি সিলিন্ডারের জন্য ৯১৪.৫০ টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, এই সম্পর্কিত প্রথম কিস্তি দীপাবলির সময়ে অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও খবর মিলেছে। তবে, এর জন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করার প্রক্রিয়ার বিষয়টি দ্রুত করতে বলা হয়েছে।
জানিয়ে রাখি যে, ওই রাজ্যের শাসক দল বিজেপি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে ২ টি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যেগুলি হোলি এবং দীপাবলিতে দেওয়ার কথা ছিল। তবে, নির্বাচনের ফলাফলের পর দু’বার হোলি ও একবার দীপাবলি অতিক্রান্ত হয়ে গেছে।
আরও পড়ুন: রান্নার গ্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের! ভোটের আগেই দেশবাসীর জন্য নয়া চমক
যদিও, এই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনও অপেক্ষাতেই রয়েছে। তবে, এবার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং আসন্ন লোকসভা নির্বাচনের আগে সরকার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ফর্মুলা ফের বিবেচনা করছে।
আরও পড়ুন: ঠিক যেন পৃথিবী! এই গ্রহেও হয় তুমুল তুষারপাত, ঠান্ডায় তাপমাত্রা নেমে যায় মাইনাস ১২৩ ডিগ্রি সেলসিয়াসে
এই প্রসঙ্গে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ১,১৫৫ টাকার সিলিন্ডারের খুচরো গড় মূল্যে কেন্দ্রীয় সরকার এবং ব্যাঙ্ক বিনিময়ের হার থেকে ২৩০ টাকা ভর্তুকি বাদ দিয়ে প্রায় ৯১৪.৫০ টাকা দিতে সম্মত হয়েছে সরকার। পাশাপাশি, সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে যে, এই স্কিমের সুবিধাভোগীদের আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই অর্থপ্রদান করা হবে।