বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কড়া পদক্ষেপ নিলেন বাংলার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। পঞ্চায়েত ভোট সংক্রান্ত নানান বিষয় নিয়ে তিনি যথেষ্ট সক্রিয় রয়েছেন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পর্বে অশান্তি হয়েছিল রাজ্য জুড়ে। সেই নিয়ে তিনি আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু তার সেই ইচ্ছাপূরণ হয়নি।
নির্বাচন কমিশনার রাজভবনে আসেননি তার সাথে সাক্ষাৎ করে আলোচনা করতে। রাজীব সিনহার এই আচরণ একেবারেই পছন্দ করেননি রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনা একেবারেই নজিরবিহীন। আগে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না অভিজ্ঞ রাজনীতিবিদরাও। এর ফলাফল কি দাঁড়াতে পারে সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা।
কিন্তু কেন নির্বাচন কমিশনার দেখা করতে যাননি রাজ্যপালের সাথে? এই ব্যাপারে অবশ্য পঞ্চায়েত ভোট সংক্রান্ত ব্যস্ততার কারণই দেখিয়েছিলেন রাজীব সিনহা। রাজ্যপালের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার জন্য তার সাথে আলোচনা। কিন্তু রাজীবের অনীহায় সেটা সম্ভব হয়নি।
এরপর পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে গেল। রাজ্য-রাজ্যপাল সংঘাত কি ভোটের আরও খুঁটিনাটি বিষয়ে প্রভাব ফেলবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনই পাওয়া সম্ভব নয়।