বড় সাফল্য Make In India-র, নতুন ১১৪টি ফাইটার জেট পাচ্ছে ভারতীয় সেনা! ৯৬টি তৈরি হবে ভারতেই

বাংলা হান্ট ডেস্ক: এবার আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে যে, শীঘ্রই ১১৪ টি যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। পাশাপাশি, বায়ুসেনার পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। ওই প্রসঙ্গে আইএএফ (Indian Air Force) জানিয়েছে যে, এই যুদ্ধবিমানগুলির মধ্যে ৯৬ টি ভারতে তৈরি করা হবে। এছাড়াও, বাকি ১৮ টি বিমান বিদেশ থেকে আমদানি করা হবে। মূলত, এই বিরাট উদ্যোগ “আত্মনির্ভর ভারত”-এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট অন্তর্ভুক্ত করা হবে:
এই প্রসঙ্গে এনডিটিভির খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় বায়ুসেনার “বাই গ্লোবাল অ্যান্ড মেক ইন ইন্ডিয়া” পরিকল্পনার আওতায় ১১৪ টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্টকে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। মূলত, এই চুক্তির অধীনে, ভারতীয় কোম্পানিগুলি একটি বিদেশি বিক্রেতার সাথে অংশীদারিত্ব করতে পারবে।

এছাড়াও, এই প্রসঙ্গে সরকারি সূত্র ANI-কে জানিয়েছে যে, “সম্প্রতি, ভারতীয় বিমান বাহিনী বিদেশি বিক্রেতাদের সাথে একটি বৈঠক করেছে এবং সেখানে ‘[মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পটি কিভাবে কার্যকর করা যায় সে সম্পর্কেও আলোচনা হয়েছে।”

দেশে তৈরি হবে ৩৬ টি বিমান:
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক অবস্থায় ১৮ টি যুদ্ধবিমান আমদানির পর পরবর্তী ৩৬ টি বিমান দেশের মধ্যে তৈরি করা হবে এবং আংশিক ভাবে বৈদেশিক মুদ্রা ও ভারতীয় মুদ্রায় অর্থ পরিশোধ করা হবে। সূত্র আরও জানিয়েছে যে, বাকি ৬০ টি বিমানের মূল্য ভারতীয় মুদ্রায় পরিশোধ করা হবে।

LCA Jan25

“মেক ইন ইন্ডিয়া”-র উপাদান থেকে বিমান তৈরি করা হবে:
সূত্র অনুযায়ী, ভারতীয় মুদ্রায় অর্থপ্রদানের ফলে বিক্রেতাদের প্রকল্পে ৬০ শতাংশেরও বেশি “মেক ইন ইন্ডিয়া” উপাদান সংগ্রহ করতে সহায়তা করবে। বোয়িং, লকহিড মার্টিন, সাব, মিগ, ইরকুট কর্পোরেশন এবং ডাসাল্ট এভিয়েশন সহ বিশ্বের বড় বড় বিমান নির্মাতারা এই টেন্ডারে অংশ নিতে পারে বলেও আশা করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর