ফের সাফল্য! এবার ভারতীয় সেনা পেয়ে গেল ভূমি থেকে আকাশে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল ভারতীয় সেনা। ইতিমধ্যেই রবিবার ওড়িশার বালাসোরের এক মিসাইল লঞ্চ প্যাড থেকে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি মিসাইলের সফল পরীক্ষা করে ভারতীয় সেনা। এই প্রসঙ্গে ডিআরডিও (Defence Research and Development Organisation) জানিয়েছে যে, এক্কেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি।

এছাড়াও, ডিআরডিও-র তরফে আরও জানানো হয়েছে যে, মূলত ভারতীয় সেনার জন্যই তৈরি করা হয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি। তারই সংশ্লিষ্ট পরীক্ষায় নিখুঁতভাবে টার্গেটে আঘাত হেনেছে এটি। জানা গিয়েছে যে, সত্তর কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতেও সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হবে ওই ক্ষেপণাস্ত্র।

এদিকে, রবিবারের পরীক্ষাতেও উচ্চ গতিতে উড়ে যাওয়া একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে যে, ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবারই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল ডিআরডিও। এদিকে, নতুন এই ক্ষেপণাস্ত্রের জেরে নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি হল ভারতীয় সেনার।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X