বাংলাহান্ট ডেস্ক : আগামী দিনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের জন্য বড় খবর। বিবাহ রেজিস্ট্রেশনের (Marriage Registration) ঝামেলা কমাতে তৎপর রাজ্য সরকার। এবার ‘তৎকাল বিয়ে’ শুরু হতে চলেছে রাজ্যে। এর অর্থ সামাজিকভাবে বিবাহ অনুষ্ঠান হওয়ার পর একদিনের মধ্যে রেজিস্ট্রি করা সম্ভব হবে।
এতদিন পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল শুধুমাত্র দিল্লিতে। এবার দিল্লির দেখানো পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। বর্তমান সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সামাজিক বিয়ের পর বিবাহ রেজিস্ট্রি করার জন্য বর্তমানে সাত দিন সময় লাগে। অর্থাৎ গোটা বিবাহ প্রক্রিয়া সম্পন্ন হতে লেগে যায় প্রায় আট দিন। এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে বলা যায়।
অর্থাৎ মাত্র এক দিনেই সম্পন্ন হবে বিবাহ প্রক্রিয়া।বর্তমান নিয়ম অনুযায়ী সামাজিক বিয়ের আগে কোনও যুগল যদি রেজিস্ট্রি করতে চান তাহলে তাতে একমাস সময় লাগে। রেজিস্ট্রি করার এক মাস আগে আবেদন করতে হয়। কিন্তু রাজ্য সরকারের নতুন ভাবনায় সামাজিক বিয়ের একদিনের মধ্যেই সম্পন্ন করা যাবে বিবাহ রেজিস্ট্রেশন।
উল্লেখ্য, এই ‘তৎকাল বিবাহ’ শুধুমাত্র হিন্দু বিবাহ অ্যাক্টেই বলবৎ হবে। সরকারের এই নতুন নিয়মে অনেকটাই ঝক্কি কমতে চলেছে যুগলদের। অল্প সময়ের মধ্যে তারা বিবাহ রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন। এক্ষেত্রে একদিকে যেমন সময় বাঁচবে, আবার যারা বিবাহের পর বিদেশে চলে যেতে চান তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে।
সূত্রের খবর, এই বিবাহ নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা বলবৎ হয়ে যাবে আমাদের রাজ্যে। অন্যদিকে, লং ডিস্টেন্স কাপলদের জন্য সুবিধা আনছে রাজ্য সরকার। যে সকল যুগলরা বিদেশে বসবাস করেন তারা অনলাইনে বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালেই এই নিয়ম শুরু হয়ে যাবে বাংলায়। এর আগে রাজ্য সরকার বিবাহ রেজিস্ট্রেশন এর সুবিধা চালু করে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসগুলিতে। আগে এই অফিসগুলোতে শুধুমাত্র জমি-বাড়ি রেজিস্ট্রি করা হতো। তবে বর্তমানে এই অফিসগুলিতে বিবাহ রেজিস্ট্রিও করা যায়।