বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সামরিক দিক থেকে শক্তিবৃদ্ধির জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। সেই বেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জন্য নতুন যুদ্ধজাহাজের লক্ষ্যে ৭০,০০০ কোটি টাকার একটি মেগা অর্ডার অনুমোদন করতে প্রস্তুত। এমতাবস্থায়, রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজাগাঁও ডকইয়ার্ডস লিমিটেড (MDL) এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) এই অর্ডার পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এই সামগ্রিক বিষয়টিকে প্রজেক্ট 17B হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
ভারতেই (India) তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধজাহাজ:
জানিয়ে রাখি যে, উভয় ইয়ার্ড বর্তমানে প্রজেক্ট 17A (নীলগিরি ক্লাস)-র অধীনে ফ্রিগেট তৈরি করছে। MDL চারটি ফ্রিগেট তৈরি করছে। অপরদিকে, GRSE তিনটির অর্ডারের ভিত্তিতে কাজ করছে। ET-র রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই স্টিলথ ফ্রিগেটগুলি ভারতে তৈরি করা সবচেয়ে উন্নত জাহাজ হতে চলেছে এবং বর্তমানে তৈরি হওয়া নীলগিরি ক্লাসের জাহাজগুলির উত্তরাধিকারী হবে। এদিকে, এই বিরাট অর্ডারটি দু’টি ইয়ার্ডের মধ্যে বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, প্রোজেক্ট 17A-র ক্ষেত্রে এমনটি হয়েছে।
এদিকে, এই উন্নত ফ্রিগেটে অত্যাধুনিক দেশীয় সামগ্রী থাকবে। যার মধ্যে থাকবে স্থানীয়ভাবে তৈরি হওয়া উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, ব্রহ্মোস ক্রুজ মিসাইল, অ্যান্টি-সাবমেরিন অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মতো বিষয়গুলি। এই অর্ডারটি বেশ কয়েকটি সাব-সাপ্লায়ার এবং বিক্রেতাদের সাহায্য করবে। এই যারা কাজের একটি বড় অংশ হতে পারবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের (India) সবথেকে উন্নত শিপইয়ার্ডগুলির মধ্যে অন্যতম মাজাগাঁও শিপইয়ার্ডের কাছে একটি বড় অর্ডার বুক রয়েছে। যা এই অর্ডারের সাথে আরও শক্তিশালী হতে পারে। মুম্বাইতে স্থিত এই ইয়ার্ড বর্তমানে কালভারী ক্লাসের সাবমেরিন, প্রোজেক্ট 17A ক্লাস ফ্রিগেট তৈরি করছে এবং প্রোজেক্ট 15B ক্লাস ডেস্ট্রয়ারের নির্মাণ শেষ করেছে।
আরও পড়ুন: আর নয় জল্পনা! বিচ্ছেদের পথেই হাঁটলেন হার্দিক-নাতাশা, কার কাছে থাকবে পুত্র অগস্ত্য?
এদিকে, এই ইয়ার্ডটি চলতি আর্থিক বর্ষে তিনটি অতিরিক্ত কালভারী ক্লাসের সাবমেরিনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে বলে অনুমান করা হচ্ছে। যার মূল্য প্রায় ৩৫,০০০ কোটি হতে পারে। এই নতুন সাবমেরিনগুলি ওই ইয়ার্ড দ্বারা নির্মিত ছয়টি কালভারী ক্লাসের সাবমেরিনের চেয়ে বড় এবং আরও উন্নত হবে।
আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করল BCCI, কপাল পুড়ল হার্দিকের
অন্যদিকে, কলকাতাতে স্থিত গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বর্তমানে পরবর্তী প্রজন্মের টহল দেওয়ার জাহাজ এবং অ্যান্টি-সাবমেরিন যুদ্ধের করভেট তৈরি করছে। এই ইয়ার্ডও সম্প্রতি রপ্তানি অর্ডার হাসিল করার ক্ষেত্রে সাফল্য পেয়েছে এবং আরও একাধিক অর্ডার এই ইয়ার্ডের কাছে রয়েছে।