বাংলা হান্ট ডেস্ক: আজকের দিনটা নিঃসন্দেহে মধ্যবিত্তদের কাছে এক বৈচিত্র্যময় দিন। কারণ, দিনের শুরুতেই আরও একবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘটনায় কার্যত ধাক্কা খেয়েছে আমজনতা। মুদ্রাস্ফীতির এই বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ঘটনায় তাই স্বাভাবিকভাবেই টান পড়েছিল পকেটে। কিন্তু, এবার একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। কারণ, এবার এক ধাক্কায় অনেকেটাই কমতে চলেছে ভোজ্য তেলের দাম। এমতাবস্থায়, এই খবর কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে।
জানা গিয়েছে, খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল বুধবার। শুধু তাই নয়, ওই বিশেষ বৈঠকে আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও। সেখানেই সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে ক্রমশ উর্ধ্বমুখী রান্নার তেলের দাম কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি, ইতিমধ্যেই খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বিভিন্ন ভোজ্য তেলের MRP (Maximum Retail Price) বদলের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে ৷
মুলত, কেন্দ্রীয় সরকারের এই বৈঠকে বেশ কয়েকটি তেল বিক্রয়কারী সংস্থা দাম কমানোর প্রসঙ্গে সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দাম কম হওয়ার পরে এবার ঘরোয়া বাজারেও ভোজ্য তেলের দাম অনেকটাই কমার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার অনুমান করছে যে, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতি লিটারে রান্নার তেলের দাম ২০ টাকা পর্যন্ত কমতে পারে।
এদিকে, প্রতি লিটার তেলে এই পরিমান দাম কমলে তা নিঃসন্দেহে স্বস্তি দেবে আমজনতাকে। মনে করা হচ্ছে যে, বর্তমানে বেশ কিছু দেশের কাছে ভোজ্য তেলের স্টক বিপুলহারে থাকার ফলেই দামের ক্ষেত্রে এই পতন পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, উৎপাদিত সয়াবিনও এবার বাজারে আসতে চলেছে। উল্লেখ্য যে, বিগত কয়েকদিন বাদাম তেলকে বাদ দিয়ে বেশ কিছু রান্নার তেলের প্যাকেটের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হারে সস্তা হয়েছে। যদিও, একটা সময়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ২০০ টাকাতেও পৌঁছে গিয়েছিল। এদিকে, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের বিভাগ অনুযায়ী জানা গিয়েছে, আগামী দিনে ভোজ্য তেলের দাম আরও কমতে পারে ৷