দারুণ খবর! রান্নার তেলের দাম কমছে এত টাকা! এবার থেকে কম খরচ করতে হবে গ্যাঁটের কড়ি

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য এবার বিরাট সুখবর এল। জানা গিয়েছে, ভোজ্য তেলের ক্রমবর্ধমান দামের আবহেই এবার একধাক্কায় অনেকটাই কমতে চলেছে এর দাম। যার ফলে স্বাভাবিকভাবেই, হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে। ইতিমধ্যেই একাধিক ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থা তেলের দাম কমানোর বিষয়টি সামনে নিয়ে এসেছে। সেই অনুযায়ী জানা গিয়েছে যে, সর্ষের তেলের পাশাপাশি এবার দাম কমতে চলেছে সূর্যমুখী তেল, সয়াবিন তেল এবং পাম তেলেরও।

শুধু তাই নয়, ভোজ্য তেলের নির্ধারিত মূল্য অর্থাৎ এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এবার ১৫ টাকা পর্যন্ত কমতে চলেছে। স্বভাবতই, এর ফলে দৈনন্দিন খরচ কিছুটা হলেও কমবে মধ্যবিত্তদের। মূলত, ইন্দোনেশিয়ার সঙ্গে তেল আমদানির বিষয়টি সহজ হয়ে যাওয়ার ক্ষেত্রে পাম তেলের সহজলভ্যতা বেড়েছে।

পাশাপাশি, বেশ কয়েকটি ক্ষেত্রে শুল্ক কমানোর পথে হেঁটেছে কেন্দ্র। এমতাবস্থায়, ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলি সয়াবিন তেল, সর্ষের তেল, পাম তেল এবং সূর্যমুখী তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই দাম কমতে চলেছে ব্র্যান্ডেড তেলগুলিরও।

এই প্রসঙ্গে ভারতীয় ভোজ্য তেল প্রস্তুতকারক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিপ্রেক্ষিতে এক কিলোগ্রাম সূর্যমুখী তেলের দাম ১৫ টাকা, সয়াবিন তেলের দাম ছয় টাকা ও পাম তেলের দাম প্রায় ৮ টাকা হারে কমেছে। পাশাপাশি, ভোজ্য তেলের দাম কমানোর পথে হাঁটছে গৌতম আদানির মালিকাধীন সংস্থা আদানি উইলমারও!

ইতিমধ্যেই সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকেই নতুন নির্ধারিত দামের ভোজ্য তেল বাজারে উপলব্ধ হয়ে যাবে। পাশাপাশি, সূত্রের খবর অনুযায়ী, ভোজ্য তেলের প্রতি লিটারে তিন থেকে ছ’টাকা পর্যন্ত দাম কমাতে পারে সংস্থা। যদিও, আন্তর্জাতিক বাজারে পরবর্তীকালে ঠিক কি পরিস্থিতি হয়, সেদিকে তাকিয়েই পরবর্তী দামের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এমনিতেই রান্নার তেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী হওয়ায় কার্যত আগুন লেগেছিল মধ্যবিত্তদের হেঁসেলে। এমতাবস্থায়, স্বস্তি বাড়িয়ে এবার কিছুটা নিম্নমুখী হল এই দাম। মূলত, বিদেশি বাজারে ক্রমাগত মন্দার জেরে অভ্যন্তরীণ বাজারেও তৈলবীজের দাম ব্যাপকহারে কমছে। এদিকে, বিদেশি বাজারে এই দরপতনের কারণে দেশীয় অভ্যন্তরীণ বাজারে সমস্ত তেল এবং তৈলবীজের দামে নিম্নগতি অব্যাহত রয়েছে।

oil

এছাড়াও, মালয়েশিয়া এক্সচেঞ্জে পতনের কারণে অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং পামোলিন তেলের দামে পতন ঘটেছে। পাশাপাশি, শিকাগো এক্সচেঞ্জে পতনের কারণে সয়াবিন তেল এবং তৈলবীজের দাম কমেছে। এদিকে, ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা করে তেল আমদানির মাধ্যমে ভোজ্য তেলের সঙ্কটের ভয়াবহ পরিস্থিতিকে দ্রুত সামাল দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছে তেলের দাম।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর